X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

ঐচ্ছিক ছুটিসহ সরকারিভাবে শিক্ষক দিবস পালনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৯:১৩

আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, মুজিববর্ষে শিক্ষা জাতীয়করণ শুরুর ঘোষণা, শিক্ষায় বৈষম্য দূর করা, শিক্ষক দিবসে ঐচ্ছিক ছুটি ও সরকারিভাবে পালনের দাবির মধ্য দিয়ে দিবসটি পালন করবেন বেসরকারি শিক্ষকরা। 

বেসরকারি শিক্ষকদের সংগঠন-বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম এই দাবিতে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, আলোচনা এবং র‌্যালি করবে। 

শিক্ষক সমিতি ও এ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস সরকারিভাবে উদযাপন এবং দিবস পালনে শিক্ষকের জন্য ওই দিন ঐচ্ছিক ছুটি ঘোষণার জন্য আগেই আবেদন জানিয়েছি। করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন গত ১২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।’

নজরুল ইসলাম রনি জানান, শিক্ষক দিবসে আমাদের কর্মসূচিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দিয়ে মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখার দাবি জানানো হবে। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা ও শিক্ষায় বৈষম্য দূর করতে আমরা সরকারের কাছে দাবি জানাবো। সরকারিভাবে শিক্ষক দিবস পালন করতে ঐচ্ছিক ছুটির দাবিও জানানো হবে। 

শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ সরকারিভাবে উদযাপনসহ এই দিনকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষকদের বিভিন্ন কর্মসূচি পালনের সুবিধার্থে ওই দিন ঐচ্ছিক ছুটি ঘোষণার দাবিতে শিক্ষামন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়। শিক্ষকদের অবদানেকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি পালন করেন শিক্ষকরা। ইউনেস্কোর মতে, ‘বিশ্ব শিক্ষক দিবস’ শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পালন করা হয়। বিশ্বেরর প্রায় ১০০টি দেশে এই দিনটি পালন করে। পৃথিবীর অনেক দেশে এই দিনে জাতীয়ভাবে ছুটি থাকে এবং শিক্ষকরা তাদের ন্যায্য দাবি পূরণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল