X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অমুক-তমুক ভাইয়ের নামে স্লোগান চলবে না: ছাত্রলীগকে দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ২১:১৯আপডেট : ১৪ মে ২০২২, ১৩:৫০

ছাত্রলীগকে শৃঙ্খলাবোধসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন ‘অমুক-তমুক ভাইয়ের নামে স্লোগান চলবে না। স্লোগান দেবেন— বঙ্গবন্ধু, স্বাধীনতা, শেখ হাসিনা, মুক্তি এবং প্রগতির।’

বুধবার (১১ মে) ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে যোগদানের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা ছাত্রনেতাদের নামে স্লোগান দেন। এতে অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগ কর্মীদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা, মুক্তি সংগ্রাম ও প্রগতির নামে স্লোগান দেওয়ার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

পরে ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে ক্যম্পাসে স্লোগান দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ এখানে ঢোকার সময় থেকে এখানে আসা পর্যন্ত আমি হয়তো কঠোর হয়েছি। ছাত্রলীগের ভাইদের প্রতি তাদের বোন হিসেবে, ছাত্রলীগ কর্মী হিসেবে, ছাত্রলীগের প্রথম কাউন্সিলের সাধারণ সম্পাদকের কন্যা হিসেবে আমি মনে করি, ছাত্রলীগের ভাইদের প্রতি আমার অধিকার আছে প্রয়োজনে কঠোর হওয়ার। আমি কঠোর হয়েছি হয়তো। কারণ, আমি যে ছাত্রলীগকে চিনি, যে ছাত্রলীগ করেছি, সেই ছাত্রলীগের শৃঙ্খলাবোধ ছিল। আমি যদি কোথাও ছাত্রলীগের শৃঙ্খলাবোধের অভাব দেখি, তাহলে আমি বলবো। আমি শাসনও করবো, করছিও। আমি চাই, আমার ভাইয়েরা মনে রাখবেন— বঙ্গবন্ধুর কথা। আপনি আন্দোলন করেন, আর যাই করেন, সাফল্যের জন্য চারটি জিনিস লাগবে— নেতৃত্ব, সংগঠন, কর্মী ও আদর্শ। আর সবকিছুর জন্য শৃঙ্খলাবোধ লাগবে। তা না হলে কিন্তু হবে না। শুধু চিৎকার করে স্লোগান দিলাম, তাও আবার স্লোগানে অমুক ভাই, তমুক ভাই।’

স্লোগানের বিষয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথায় বঙ্গবন্ধু, যিনি স্বাধীনতা দিয়ে গেলেন, কোথায় নেত্রী যিনি আজকের বাংলাদেশ তৈরি করেছেন? আমার কেন বলে দিয়ে তাদের নামে স্লোগান শুনতে হলো? আমি সর্বোচ্চ পর্যায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছি। শেখ হাসিনাকে আমরা বলি প্রাণের নেত্রী। তিনি শুধু বাংলাদেশের জননেত্রী নন, তিনি আজ  বিশ্বনেতা। শুধু অমুক ভাই ও তমুক ভাইয়ের স্লোগান দিয়ে আজকের বাংলাদেশের রাজনীতি হবে বলে আমার মনে হয় না।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিখবেন, নিজেকে দক্ষ মানুষ হিসেবে তৈরি করবেন। বঙ্গবন্ধুর স্লোগান দেবেন। স্লোগান দেবেন স্বাধীনতার, শেখ হাসিনার। স্লোগান দেবেন মুক্তির এবং প্রগতির।’ ’

দীপু মনি বলেন, ‘দেশটাকে চালাতে যে মানসিক শক্তি লাগবে, দক্ষতা লাগবে, যে জ্ঞানের ভাণ্ডার লাগবে— তা অর্জন করতে হলে অমুক ভাই-তমুক ভাই স্লোগান চলবে না। আমাদের নিজেদের দক্ষ ও  যোগ্য সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে।  এই বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর হয়ে গেলো। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা এবং এমন একটা মানুষের নামে এই বিশ্ববিদ্যালয় (কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)।  অতএব, এই বিষয়গুলো সব সময় মনে রাখবেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিখতে হবে, শেখাটাকে কাজে লাগাতে হবে। নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কর্মক্ষমতা আছে, আপনার দেশাত্ববোধ আছে, আপনি বিশ্বকে চেনেন, জানেন, প্রযুক্তি আপনার হাতের মুঠোয়। তাকে আপনি ব্যবহার করতে জানেন। সেই হিসেবে যদি নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে আজকের সব স্লোগান সার্থক হবে (বঙ্গবন্ধুর নামে স্লোগান)। আর যদি না পারেন তাহলে আজকের স্লোগান নিরর্থক।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত, ইভটিজিংমুক্ত, নারী নির্যাতনমুক্ত, সামাজিক নানান ধরনের কলুষতামুক্ত, র‌্যাগিং-বুলিংমুক্ত পরিবেশ চারপাশে তৈরি করতে হবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবকরাও কাজ করবেন। আপনারা প্রত্যেকে সহযোগী হবেন। তা যদি না হতে পারেন, তাহলে শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারলেন না।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া