X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

প্রাথমিকের সহকারী শিক্ষক বদলি নির্দেশিকার ব্যত্যয় হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ০২:২৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

দেশের বিভিন্ন বিদ্যালয়ের ১৯ জন প্রাথমিক সহকারী শিক্ষক বদলি করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে সম্প্রতি। যদিও প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে বদলি নির্দেশিকার ব্যত্যয় হয়নি। মঙ্গলবার (২১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপরারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষক বদলির বিষয়টি নিয়ে বদলির অপেক্ষারত শিক্ষকদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বদলি না হওয়ার বিষয়টি স্পষ্ট করতে অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অধিদফতরের অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরিপ্রক্ষিতে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর শিক্ষকদের সব ধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে স্বাভাবিক সময়ের মতো বিদ্যালয় আবারও চালু হওয়ায় শিক্ষক বদলি বন্ধের ওই আদেশটি গত ১৩ জুন প্রত্যাহার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, ২০১৮ (সংশোধিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা অনুসরণে সহকারী শিক্ষকদের বদলির কার্যক্রম প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চে সম্পন্ন হয়ে থাকে। একই নির্দেশিকা অনুসরণ করে প্রধান শিক্ষকদেরও বদলি কার্যক্রম সম্পন্ন হয়। ওই নির্দেশিকার ব্যত্যয় ঘটিয়ে অধিদফতর থেকে এমন কোনও বদলির আদেশ জারি করা হয়নি।

উল্লেখ্য, বদলি নির্দেশিকা অনুযায়ী সহকারী শিক্ষক বদলি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হলেও প্রধান শিক্ষক বদলির সুযোগ থাকে সারা বছরই। শিক্ষক বদলি বন্ধের ওই আদেশটি গত ১৩ জুন প্রত্যাহার করার পর প্রধান শিক্ষক বদলিতে কোনও বাধা নেই।

অন্যদিকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিশেষ ব্যবস্থায় বদলির নির্দেশনা ছাড়া বদলি নির্দেশিকার বাইরে বদলি কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই অধিদফতরের।

/এসএমএ/এলকে/
সম্পর্কিত
এনটিআরসিএ’র নিয়োগ প্রত্যাশীদের আট প্রতিনিধি সচিবালয়ে
সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা, পাশেই রেললাইন নেই নিরাপত্তাবেষ্টনী
প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল  
সর্বশেষ খবর
মার্কিন সহায়তা বন্ধে সংকটে কঙ্গো
মার্কিন সহায়তা বন্ধে সংকটে কঙ্গো
ভালোবাসা দিবসে উর্দু গল্প থেকে ‘দিলনাওয়াজ’
ভালোবাসা দিবসে উর্দু গল্প থেকে ‘দিলনাওয়াজ’
শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর
শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর
গিলের সেঞ্চুরি, কোহলি-শ্রেয়াসের ফিফটিতে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
গিলের সেঞ্চুরি, কোহলি-শ্রেয়াসের ফিফটিতে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত