X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খুবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ২২:১৪আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিম অ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন-২০২২ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে’র সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে চিফ প্যাট্রন ও প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা।

সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে মূল নিবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের বার্টলেট কক রিজেন্ট প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. স্টিভেন এ. মুর। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস। সম্মেলনে মুখ্য বিষয় তুলে ধরেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি। জাতীয় শিক্ষানীতি ও ইউজিসির উচ্চশিক্ষার কৌশল পত্রে চতুর্থ শিল্প বিপ্লবের বিষয় যুক্ত নেই। এসব নীতি ও কৌশল সময়োপযোগী করার তাগিদ এসেছে। চতুর্থ শিল্প বিপ্লবের বিষয় অন্তর্ভুক্তি করেই আমাদের এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরি ও গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এই দায়িত্ব দেশের বিশ্ববিদ্যালয়ের। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন অনুষঙ্গের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং গবেষণা অব্যাহত রাখতে হবে।

সম্মেলনে ১১০টি ‘টেকনিক্যাল পেপারস’, পাঁচটি ‘কি-নোট পেপারস’, ছয়টি ‘ইনভাইটেড পেপারস’ উপস্থাপন করা হবে। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
‘উন্নয়নের গুণগত মান নিশ্চিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ’
খুবির দুই ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ, শ্রমিক আটকে প্রত্যাহার
২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবসখুলনা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রত্যাশা
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা