X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘শিক্ষার্থীরা যেন অন্য ধর্মকে সম্মান করতে শেখে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৮:১১

শিক্ষার্থীরা যেন অন্য ধর্মের প্রতি বিরূপ না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে কলেজ শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান।  শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা যেনও অন্য ধর্মকে সম্মান করতে শেখে, সে যেন বর্ণ দিয়ে বিবেচনা না করে।

বুধবার (৯ নভেম্বর) ‘মডেল কলেজ প্রকল্প ও পরীক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কলেন। কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় কুষ্টিয়া অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চারটি কলেজের ১০০ জন শিক্ষক অংশ নেন।

তরুণ প্রজন্মকে মানবিক ও আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে তৈরির আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের মানস পরিবর্তন করে তরুণ প্রজন্মকে সাজিয়ে তোলতে হবে। তাদের মধ্যে কোথাও হাতাশাচ্ছন্ন মানসিকতা থাকলে সেটিকে দূর করে আত্মমর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তোলা আবশ্যক। কারণ যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, সে দেশ বীরের, মুক্তিযোদ্ধাদের, আধুনিকতার, অগ্রসরতার।

শিক্ষার্থীরা যেন অন্য ধর্মের প্রতি বিরূপ না হয় উল্লেখ করে তিনি বলেন,  মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করার যে সুশিক্ষা সেটি যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে। আমরা শুধু এই উপমহাদেশে নেতৃত্ব দেবো সেটি নয়, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বিশ্বে মডেল হবে, বিশ্বে নেতৃত্ব দেবে।

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইসিটি দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের পরিচালক রফিকুল আকবর, ভাইস-চ্যান্সেলর দফতরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান, খলিসাকুন্ডী কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, ড. মো. ফজলুল হক গার্লস কলেজের অধ্যক্ষ নাসরিন আফরোজ, পিপলস কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন বক্তব্য রাখেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে