X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
সরকারের দৃষ্টি আকর্ষণ করে শেখ তাপস

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু করা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২০:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:০৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশপ্রেমে দীক্ষিত হয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশেষ করে এনএসইউতে পিএইচডি ডিগ্রি শুরুর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) এনএসইউ’র প্লাজায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মিজ শীমা আহমাদ, শাহরিয়ার কামাল এবং ইয়াসমিন কামাল।

অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শিক্ষার্থীদের দেশের উন্নয়নে অবদান রাখতে এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের জ্ঞান এবং দক্ষতা সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানান।

২০২৩ সালের স্প্রিং সেমিস্টারের প্রায় দুই হাজার শিক্ষার্থী এনএসইউ’র চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের জন্য ৪৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

শীমা আহমাদ শিক্ষার্থীদের সত্য খুঁজতে, সত্য কথা বলতে, সত্য লিখতে এবং সত্যকে আবিষ্কার করতে উপদেশ দেন। শাহরিয়ার কামাল শিক্ষার্থীদের নতুন ধারণা ও নতুন চ্যালেঞ্জ গ্রহণের পরামর্শ দেন। তিনি বিশ্বকে বসবাসের জন্য একটি ভালো জায়গা করে তুলতে ব্যক্তিগত এবং পেশাদার পর্যায়ে সদয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক আতিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের তাদের লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সম্পদের সদ্ব্যবহার করার আহ্বান জানান। এসময় তিনি এনএসইউতে পিএইচডি প্রোগ্রাম চালু করার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন, চার অনুষদের ডিন এবং রেজিস্ট্রার।

এনএসইউ’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজিয়া মঞ্জুর এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আসিফ বিন আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের পর নিজ নিজ বিভাগে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক এস. কে. তৌফিক এম হক, পিএইচডি মিডিয়া ও সাংবাদিকতা প্রোগ্রামের ২৩ জন নতুন শিক্ষার্থীকে স্বাগত জানান।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!