X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৪৫তম বিসিএস প্রিলিমিনারি কি পেছাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০

আগামী ১০ মার্চ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় হাতে সময় এক মাসেরও কম। প্রশ্নপত্র কবে নাগাদ ছাপিয়ে দিতে পারবে, তা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) এখনও নিশ্চিত করতে পারেনি সরকারি ছাপাখানা বিজি প্রেস। নির্ধারিত সময়ের আগে তা সম্ভব কিনা তাও নিশ্চিত নয়। ফলে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পিএসসি সূত্র জানিয়েছে, রবিবার (১২ ফেব্রুয়ারি) বিজি প্রেসের সঙ্গে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি কবে নাগাদ প্রশ্নপত্র ছেপে দিতে পারবে, তা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চুক্তি সম্পাদন করার পর পরীক্ষা কবে নেওয়া যাবে তার সিদ্ধান্ত নেবে কমিশন। 

প্রশ্নপত্র ছাপা ছাড়াও হল নিয়েও একটি ‘অনিশ্চয়তা’ রয়েছে। সূত্রটি বলছে, আগামী ১০ মার্চের আগে প্রশ্নপত্র ছেপে দিলেও পরীক্ষার হল ফাঁকা পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত হতে হবে। এছাড়া আগামী ১০ মার্চ মেডিক্যাল ভর্তি পরীক্ষা রয়েছে। সবমিলিয়ে নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়া কঠিন। সবকিছু মিলিয়ে পিছিয়ে যেতে পারে। তবে সেটা অনেকাংশেই এখন নির্ভর করছে বিজি প্রেসের ওপর।

এদিকে সিদ্ধান্ত নেওয়ার আগেই পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি সম্ভাব্য পরবর্তী তারিখ কবে, সেটা নিয়েও আলোচনা হচ্ছে শিক্ষাকেন্দ্রিক বিভিন্ন গ্রুপগুলোতে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে আগামী মে মাসের শেষ দিকে পরীক্ষা হতে পারে বলেও তথ্য জানানো হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে পিএসসির পরিচালক মো. নেয়ামত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়া কঠিন হলেও আমরা চেষ্টা করবো। প্রেসের সঙ্গে বৈঠক হলেও নতুন করে কিছু চূড়ান্ত হয়নি। নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্রে সর্বোচ্চ সাড়ার আশা
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক