X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ০৯:৫৪আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:৫৪

নাগরিকদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শ্রেণিবিন্যাস ও স্বীকৃতিকে সর্বসম্মতভাবে কয়েকটি আপেক্ষিক স্তরে সমন্বয় করতে চালু হলো বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বা বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো। এটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সমন্বিত দক্ষতার মানদণ্ড বা রূপরেখা।

রবিবার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএনকিউএফ– এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মাদ এবং আইএলও এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বীকৃত কোনও কাঠামো না থাকায় অনেকসময় দেশে-বিদেশে কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দক্ষতা বা অভিজ্ঞতার সঠিকভাবে মূল্যায়ন হয় না। বৈশ্বিক মানের সঙ্গে ভারসাম্যের সীমাবদ্ধতা দূর করতে বাংলাদেশ সরকার বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে জানানো হয়, এ কাঠামোর ১০টি স্তরে উচ্চশিক্ষা, সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার কার্যকর সমন্বয় ও আন্তসংযোগের ব্যবস্থাও রয়েছে। ফলে কেউ চাইলে একটি শিক্ষা ব্যবস্থা থেকে আরেকটিতে তার অর্জিত জ্ঞান ও দক্ষতাকে অক্ষুণ্ণ রেখেই স্থানান্তরিত হতে পারবে। এ ছাড়া এই কাঠামোটি আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের বাইরে যেসব শিক্ষা তার স্বীকৃতি ও জীবনব্যাপী শিক্ষার সুযোগও নিশ্চিত করবে। যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ, মূল্যায়ন, সনদায়নের পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি এবং যোগ্যতা কাঠামো অনুযায়ী স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে এতে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
সর্বশেষ খবর
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
আদালতে মিল্টন সমাদ্দার
আদালতে মিল্টন সমাদ্দার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল