X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে পরিবর্তন উচ্চশিক্ষার জগতটাই পাল্টে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৮:৪৬আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮:৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা নিয়ে বের হলে উচ্চশিক্ষার জগতটাই পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

বুধবার (১৪ জুন) জাতীয় জাদুঘরে কোডার্স-ট্রাস্ট আয়োজিত ‘স্মার্ট স্কিলস, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডার্স-ট্রাস্টের চেয়ারম্যান আজিজ আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোডার্স-ট্রাস্টের অ্যাফিলিয়েশনের ঘোষণা গতকালই হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর একটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী, অর্থাৎ আমাদের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে। আমরা শিক্ষার যে যে মান চাই, যে দক্ষতা আমাদের জনসম্পদের মধ্যে চাই, সেটা যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাক্রমের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে উচ্চশিক্ষার জগতটাই পুরোপুরি পাল্টে যাবে। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর শিক্ষাক্রমে বিশাল পরিবর্তন যখন দেখছি, তখন আমি সত্যিই ভীষণ উদ্বুদ্ধ।

চাকরিদাতার প্রত্যাশা এবং চাকরিপ্রত্যাশীর প্রত্যাশার মধ্যে ফারাক রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যারা কর্ম জগতের চাকরিদাতা তারা যে দক্ষতা প্রত্যাশা করেন সেই প্রত্যাশা পূরণ হয় না। যে কারণে তাদের প্রত্যাশা ও আর চাকরিপ্রত্যাশীদের প্রত্যাশার মধ্যে অনেক ফারাক থাকে, সে কারণে আমাদের গ্র্যাজুয়েটরা অনেক রকম হতাশামগ্ন হন। কাজেই আমরা চাই- যে বিষয়ই পড়ুক না কেন শিক্ষার্থীকে কিছু দক্ষতা অবশ্যই নিতে হবে। ভাষা, আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপ, সফট কিলস, ভ্যালুস অবশ্যই পড়তে হবে। একেবারে অ্যাম্বেডেড কোর্স হিসেবে পড়তে হবে। যাতে তারা যখন গ্র্যাজুয়েট হয়ে বের হন, তখন দেশে বা বিদেশে কেউ যাতে বলতে না পারেন তোমার কর্মজগতে প্রবেশের যোগ্যতা নেই। সকল যোগ্যতা নিয়ে বের হবে, চাকরি হলে তারা চাকরি করবে না হয় উদ্যোক্তা হওয়ার যোগ্যতা নিয়ে বের হবে এটি আমরা চাই।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আমাদের দেশে ২১ হাজার অন্যদেশের লোক কাজ করছে। নতুন করে ১০০টি ইকোনোমিক জোনে প্রচুর দক্ষ লোক প্রয়োজন পড়বে। আমরা যদি দক্ষ লোক তৈরি করতে না পারি তাহলে অন্য দেশের লোক এই বাজার দখল করবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে