X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্কুল উচ্ছেদ করতে চায় গণপূর্ত, ২২৩ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

এস এম আববাস
০৭ এপ্রিল ২০২৪, ১৬:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৫:১০

কোনও রকম নোটিশ না দিয়েই রাজধানীর লালমাটিয়ার ‘পেনফিল্ড’ স্কুল উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ৮ এপ্রিল ঈদের ছুটির মধ্যে গোপনে স্কুল ভনটি উচ্ছেদ করার জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। অথচ ক্যামব্রিজ ও এডএক্স মিলিয়ে স্কুলের ২২৩ জন ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার্থী এপ্রিল ও মে মাসে পরীক্ষায় বসার কথা। এই সময় স্কুলটি উচ্ছেদ করা হলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না।

স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করছে, স্কুলটি গোপনে উচ্ছদে করার কৌশল নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। উচ্ছেদের নোটিশে ভবন উচ্ছেদ করার কথা বলা হলেও সেটি যে স্কুলভবন তা উল্লেখ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে অবহিত না করে শুধু পুলিশের সহায়তা চেয়ে ভবন উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

তারা আরও জানায়, লালমাটিয়া বি ব্লকের ২/৬, প্লটের ওপর প্রতিষ্ঠিত পেনফিল্ড স্কুলটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে বিদেশি কারিকুলামে। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়েই চলছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয় ভবনটির একতলা পাকা হলেও দ্বিতীয় তলা টিনশেড। সামনের জায়গায় ভবন করা হয়নি, শিশুদের খেলার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিদ্যালয় ভবনটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। আর বিদ্যালয় ছাড়া ভবনে আর কোনও প্রতিষ্ঠানও নেই।

লালমাটিয়ার পেনফিল্ড স্কুল

পেনফিল্ড স্কুলের অধ্যক্ষ সৈয়দ পরভেজ আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কোনও রকম নোটিশ না দিয়ে এবং যখন ঈদের ছুটিতে স্কুল বন্ধ তখন স্কুল উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে গণপূর্ত। আমরা জেনেছি তারা উচ্ছেদের জন্য সরেজমিন পরিদর্শনে আসলে। আমরা শুনেছি স্কুল ভবন উচ্ছেদ করার সময় পুলিশকেও ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, স্কুলের শিক্ষার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। আর ‘এ’ লেভেল পরীক্ষা হবে মে মাসে। যদি স্কুলই না থাকে তাহলে এই ২২৩ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে। স্কুল না থাকে তাহলে স্টেটমেন্ট অব এন্ট্রি ছাড়বে না, তাহলে এসব শিক্ষার্থীরা আর পরীক্ষা দিতে পারবে না। আমরা ঢাকা শিক্ষা বোর্ড অ্যাফিলিয়েটেড। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কাউকেই জানায়নি গণপূর্ত। ছুটির সময় স্কুল উচ্ছেদ করা হবে যখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, উচ্ছেদের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। যদি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সমস্যা হয় হাহলে দ্রুত সংশ্লিষ্টদের (গণপূর্ত) কথা বলে সমাধান করতে হবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আমাদের বিষয়টি অবহিত করা হয়েছে। নির্ধারিত দিনে একজন ম্যজিস্ট্রেট থাকবেন, তারা ফোর্সের সহায়তা চেয়েছেন। আগামীকাল ৮ এপ্রিল তারা যাবেন। কাগজপত্র যা দেখানোর স্কুল কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটকে দেখাবেন।

এ বিষয়ে জানতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন অধিশাখা-৯) মো. মাহমুদুর রহমান হাবিবের  ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড