X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গবেষণার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের অডিটোরিয়ামে সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী এক কর্মশালায় এ আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখার অধীন প্রকৌশল বিজ্ঞান বিষয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব মূল্যায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকরা আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে।

অধ্যাপক মাছুমা হাবিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।

নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

অধ্যাপক মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময় মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।

ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য রাখেন।

ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন।

কর্মশালায় প্রকল্প প্রস্তাব মূল্যায়নকারী গবেষকরা ইউজিসিকে দেশে গবেষণার মানোন্নয়ন, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি, গবেষকদের জন্য কমন ল্যাব সুবিধা চালু, প্রকাশনার জন্য অর্থ সহায়তা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টসসহ পুরো অর্থ প্রদান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবি জানানো হয়।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা
উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইইউ’র সহযোগিতা চায় ইউজিসি
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
সর্বশেষ খবর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ