X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘ইয়েল বিশ্ব ফেলো’ নির্বাচিত হলেন ভাসমান স্কুলের উদ্ভাবক মোহাম্মদ রেজোয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৫, ২২:২০আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২২:৩৩

বাংলাদেশের জলবায়ু অভিযোজন মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত ভাসমান স্কুলের উদ্ভাবক, স্থপতি মোহাম্মদ রেজোয়ান ২০২৫ সালের ‘ইয়েল বিশ্ব ফেলো’ হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১৬ জন ব্যক্তিকে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রদান করে। ২০২৫ সালে এই ফেলোশিপের জন্য রেজোয়ানসহ বিশ্বের ৪ হাজার ২০০ জনেরও বেশি প্রার্থী ছিলেন।

রেজোয়ান ২০০২ সালে প্রথম চালু করেন ভাসমান স্কুল, যা বন্যাপীড়িত অঞ্চলের শিশুদের জন্য নিরাপদ এবং সুষ্ঠু শিক্ষা পরিবেশ সৃষ্টি করেছে। তার উদ্ভাবিত এই ভাসমান স্কুলগুলো সৌরবিদ্যুৎ চালিত নৌকায় পরিচালিত হয় এবং বন্যার মধ্যেও শিক্ষার্থীরা তাদের পাঠ গ্রহণ করতে সক্ষম হয়। রেজোয়ান বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষদের জন্য যারা আমাদের অনুপ্রাণিত করেছেন। এই স্বীকৃতি বিশ্বব্যাপী ভাসমান স্কুল মডেলের বিস্তারকে সহায়তা করবে।’

ইয়েল ইউনিভার্সিটির আন্তর্জাতিক লিডারশিপ সেন্টারের ডিরেক্টর এমা স্কাই বলেন, ‘রেজোয়ানের ভাসমান স্কুল মডেল শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে জলবায়ু অভিযোজনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’ তার এই উদ্ভাবনী কাজ বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায়ও অন্তর্ভুক্ত হয়েছে এবং ইতিমধ্যে এশিয়া ও আফ্রিকার আটটি দেশে সফলভাবে অনুসরণ করা হয়েছে।

স্থপতি রেজোয়ানের স্কুল

রেজোয়ান শুধু শিক্ষা খাতে নয়, পরিবেশ ও স্বাস্থ্যসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ভাসমান স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে ভাসমান গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র এবং খেলার মাঠ। তার উদ্ভাবন জাতিসংঘের বিভিন্ন সংস্থার দ্বারা স্বীকৃত এবং অনেক দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।

এবার ইয়েল বিশ্ব ফেলো হিসেবে নির্বাচিত হয়ে রেজোয়ান ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরামর্শ দেবেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও শিক্ষার উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন। 

এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন, যা দেশের উদ্ভাবনী নেতৃত্ব ও জলবায়ু অভিযোজন মডেলের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি চান ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা
ব্রিটেনে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় নারীদের মাদকাস‌ক্তি, ঘনীভূত হচ্ছে সংকট
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লন্ডনে বাংলাদেশিদের বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’