X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মে ২০২৫, ১৭:০৮আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:০৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য ইউজিসি-ইআরপি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে শিগগিরই এই সফটওয়্যার তৈরি করবে ইউজিসি। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, গবেষণা, অ্যাক্রেডিটেশন, প্রকল্প প্রস্তাব, আর্থিক ব্যবস্থাপনা ও প্রোফাইলসহ ইউজিসির বিভিন্ন কার্যক্রমের তথ্য থাকবে।

সোমবার (১৯ মে) ইউজিসিতে ইউজিসি-ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপ ড. এস এম এ ফায়েজ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এছাড়া, অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত বক্তব্য দেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির কার্যক্রম একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসা প্রয়োজন। এজন্য একটি সমন্বিত সফটওয়্যার দরকার। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি তৈরি হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয় ও ইউজিসির তথ্য সহজে জানা সম্ভব হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ ধরনের একটি সফটওয়্যার প্রয়োজন রয়েছে। সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্ভুল তথ্য এবং তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত দরকার। এই সফটওয়্যার চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত জনবলের সংখ্যা, জনবলের চাহিদা, বিভাগের সংখ্যা, নতুন বিভাগ খোলার প্রয়োজনীয়তা নির্ণয় এবং চাহিদা অনুসারে বাজেট তৈরি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইদুর রহমান বলেন, ইউজিসি এবং দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করা হয়। এতে সময়ের অপচয় হয় এবং তথ্য চাহিদানুসারে ব্যবহার করা সম্ভব হয় না।

অধ্যাপক সাইদুর রহমান বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসার জন্য একটি ইউনিভার্সাল মডিউল তৈরি করা হবে। ব্যবহারোপযোগী সফটওয়্যার হিসেবে এটি দেশে একটি অনন্য নজির স্থাপন করবে।

আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সফটওয়্যার পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত দ্রুতই নেবে ইউজিসি’
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ ২৬ মে
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ ২৬ মে
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন অঙ্কন
সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন অঙ্কন
ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি করা হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার: সংস্কৃতি উপদেষ্টা
ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি করা হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার: সংস্কৃতি উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ