X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৭ দেশের ৯ শিল্পীর কণ্ঠে ‘মা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০১৬, ০০:০৬আপডেট : ০৮ মে ২০১৬, ১৫:৪৮

প্রজেক্ট ২১-এর ‘মা’ আজ  রবিবার আন্তর্জাতিক মা দিবস। এ উপলক্ষে আজব রেকর্ডস থেকে আজ (রবিবার) প্রকাশ হচ্ছে ‘প্রজেক্ট ২১’ অ্যালবামের মৌলিক গান ‘মা’। পৃথিবীর সকল মা-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করেছে প্রজেক্ট সংশ্লিষ্টরা।

গানটিতে অংশ নিয়েছেন ৭ দেশের ৯ জন শিল্পী। গানটির বাংলা অংশ লিখেছেন জয় শাহরিয়ার এবং ইংরেজি অংশটি লিখেছেন স্তেফেনি ফরিয়ান। বাকি অংশ জার্মান শিল্পী নোরার লেখা থেকে অনুবাদ করা হয়েছে। গানটি গেয়েছেন, বাংলায় জয় শাহরিয়ার, হিন্দিতে আমির সাইদ, ফ্রেঞ্চ ভাষায় দানিয়াল, জার্মানিতে নোরা, আরবিতে ইয়রগো এল্কা, রাশিয়ান ভাষায় আলেক্সান্দার এবং ইংরেজিতে স্তেফেনি ফরিয়ান।

গানটির সমন্বয় করেছেন নাবিদ সালেহীন নিলয়। তিনি জানান, মা দিবসের প্রথম প্রহরে (রবিবার) গানটির ভিডিও প্রকাশ পাচ্ছে ইউটিউবে। এ ছাড়াও গানটি শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক-এ।  

বিশেষ এ গানটিতে পিয়ানো বাজিয়েছেন ফরহাদ, বেইজ বাজিয়েছেন নিলয় আর ভায়োলিন বাজিয়েছেন নোরা।

উল্লেখ্য যে, একুশে ফেব্রুয়ারিতে ১২টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটি পরিবেশন করে ‘প্রজেক্ট ২১’ বেশ প্রশংসিত হয়।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো