X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৭:০১আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:৪৮

ঘোষণা ক’দিন আগেই এসেছে, নতুন সিনেমা নির্মাণ করছেন সোহেল আরমান। নাম ‘সংবাদ’। এ-ও জানাও হয়েছে, ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মণ্ডল। এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মহরতের মাধ্যমে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত। যেখানে অংশ নেন নির্মাতা ও শিল্পী-কুশলীরা। নির্মাতা সোহেল আরমান জানান, আগামী ১ জুন থেকেই তারা শুটিংয়ে নামছেন।

প্রায় তিন দশকের নির্মাণ ক্যারিয়ারে মাত্র দুটি সিনেমা বানিয়েছেন সোহেল আরমান। তবে টিভি পর্দায় তার পাঁচ শতাধিক নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও বানানোর সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। নতুন ছবি নিয়ে তার ভাষ্য, ‘দুঃখ-আনন্দ নিয়ে আজকের সোহেল আরমানের পথচলা। খোকনের (প্রযোজক) অনেক নাটকে অভিনয় করেছি। হুট করে চার বছর আগে সিনেমা প্রযোজনার কথা জানান। চার বছর পর শুরু। সবাই দোয়া করবেন। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

মহরতে শিল্পী-কুশলীরা ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, “এই বছরটি আমার জন্য লাকি। কয়েক বছর পারিবারিক কারণে কাজ থেকে কিছুটা দূরে ছিলাম। এখন সিনেমার ভালো সময় যাচ্ছে। সিনেমা বড় মাধ্যম। মানুষ আমাকে সিনেমার মাধ্যমে চিনুক, সবসময় সেটাই চেয়েছি। সেই প্রচেষ্টার মধ্যেই আছি। ‘সংবাদ’র গল্পটা দুর্দান্ত। চরিত্র শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজটি করতেই হবে।’’

অভিনেত্রী আইশা খান জানালেন, তিনি এই ছবির গল্প শুনেই কেঁদে ফেলেছিলেন। তার ভাষ্য, ‘আমি সবসময় ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। তার মধ্যে সোহেল ভাই একজন। তিনি যখন গল্প বলেছেন, চোখ দিয়ে পানি বের হয়েছে। যতবার গল্পটি পড়েছি, চোখ দিয়ে পানি পড়েছে। আমি তার লেখার ভীষণ ভক্ত। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাই না। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না।’

সম্প্রতি ভারতের ফিল্মফেয়ার (কলকাতা) জিতেছেন সোহেল মণ্ডল। ক’দিন আগেই ‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন ছবিটি নিয়ে তার মন্তব্য, ‘সোহেল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। গল্প শুনেই মনে হয়েছে এটার সঙ্গে যুক্ত হওয়া দরকার। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

নির্মাতার সঙ্গে ছবির শিল্পীরা ভয়েস টুডের ব্যানারে ‘সংবাদ’ প্রযোজনা করছেন এন এ খোকন। এই ছবিতে আরও থাকছেন সালাউদ্দিন লাভলু, খুরশীদুজ্জামান উৎপল, সাজ্জাদ হোসেন দোদুল, তাহমিনা সুলতানা মৌ, আজম খান প্রমুখ। ১৮৭২ সালের জমিদার বাড়ির একটি হারানো গল্পে সিনেমাটি নির্মিত হবে। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সোহেল আরমান নিজেই।

/কেআই/
সম্পর্কিত
ওটিটিতে ‘শ্যামাকাব্য’
ওটিটিতে ‘শ্যামাকাব্য’
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
‘নাশকতা’র কারণে সিনেমা মুক্তি স্থগিত
‘নাশকতা’র কারণে সিনেমা মুক্তি স্থগিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!