X
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
১১ অগ্রহায়ণ ১৪২৯

ফেরদৌস-হিমির প্রথম চলচ্চিত্র!

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৬:১০আপডেট : ৩০ জুন ২০১৬, ১৪:৩৫

দুই বাংলার জনপ্রিয় নায়ক-প্রযোজক ফেরদৌস। অন্যদিকে এ প্রজন্মের অমিত সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী-উপস্থাপিকা হিমি। এরমধ্যে নায়ক এখন অভিনয় কমিয়ে দিয়েছেন একেবারেই। বিপরীতে হিমি এখন চরম ব্যস্ত সর্বত্র। ছবির পোস্টার!
দুই প্রজন্মের এ তারকারা এবার জুটি হয়ে আসছেন রূপালি পর্দায়। হিমির ভাষায়, এটাই তার ক্যারিয়ারের প্রথম ছবি। উচ্ছ্বাস নিয়ে বললেন, ‘প্রথম ছবিতেই আমার অনেক প্রিয় নায়ক ফেরদৌস ভাইয়াকে পেয়েছি! ভাবতেই কেমন জানি লাগছে।’
‘রঙ কেন বিশ্ব রঙ’ নামের এই ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনার পুরোটা নিজ হাতেই করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এরইমধ্যে ছবিটির নান্দনিক পোস্টার তৈরি হয়েছে, তারও আগে ফেরদৌস-হিমির রোমান্টিক ফটোশুট করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বিশ্বরঙ। বিপ্লব সাহা জানান, হিমির মতো এটাও তার প্রথম ছবি। যদিও ছবির গল্প প্রসঙ্গে বলতে গিয়ে খানিক অবাকই করলেন তিনি।
বাংলা ট্রিবিউনকে বললেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। আসছে ঈদ উপলক্ষে সদ্য নির্মিত এই বিশেষ ছবিটি শুধু পোস্টার-ব্যানারেই সীমাবদ্ধ থাকছে। কারণ, এর শুটিং তো দূরের কথা পাণ্ডুলিপিই লেখা হয়নি! শুধু ফটোশুট আর পোস্টারেই সীমাবদ্ধ আছি আমরা। আসলে এবার আমরা এর মাধ্যমে একটি নিরীক্ষা করেছি। দেখি কতটা সাড়া পাই।’
কিন্তু চলচ্চিত্রের নামে কেন এমন নাটক? এমন প্রশ্নের জবাবে এর নায়িকা হিমি নিজ কণ্ঠে উচ্ছ্বাসের মাত্রা খানিক বাড়িয়ে বলেন, ‘‘এটা অন্যরকম মজা। বিপ্লব দা’র আইডিয়াটা আমার ও ফেরদৌস ভাইয়ের বেশ ভালো লেগেছে। এমনকি ফেসবুকে ছবিটি প্রকাশের পর গত কয়েক ঘণ্টায় চারদিক থেকে প্রচুর সাড়া পাচ্ছি। এটি আমার প্রথম স্থিরচিত্র ‘চলচ্চিত্র’!’’

জনপ্রিয় ফ্যাশন হাউস ‘রঙ’ এর নাম বদলে এখন হয়েছে ‘বিশ্বরঙ’। ঈদ উৎসবকে সামনে রেখে মূলত এই নাম বদলের প্রচারণার জন্যই এমন অভিনব আইডিয়া। জানালেন, বিপ্লব সাহা।
/এস/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এক সিনেমায় প্রভাসের তিন নায়িকা
এক সিনেমায় প্রভাসের তিন নায়িকা
মক্কা-মদিনা সফরে পূর্ণিমা
মক্কা-মদিনা সফরে পূর্ণিমা
বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা!
বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা!
গোয়ার উৎসবে সিনেমার সঙ্গে ফারিয়ার রূপের ঝলক
গোয়ার উৎসবে সিনেমার সঙ্গে ফারিয়ার রূপের ঝলক
সম্মাননা পেলেন বাচিক শিল্পী আশরাফুল আলম ও কণ্ঠশিল্পী রফিকুল আলম
দুই দিনের রবীন্দ্রসংগীত উৎসব শুরুসম্মাননা পেলেন বাচিক শিল্পী আশরাফুল আলম ও কণ্ঠশিল্পী রফিকুল আলম