X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সৌদের ছবিতে সুবর্ণা

মাহমুদ মানজুর
২৬ জুলাই ২০১৬, ১৮:৩২আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:১৯


সুবর্ণা ও সৌদ। গুণী নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এরমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ।

নিজের গল্প-চিত্রনাট্য-সংলাপে ছবিটির নাম রেখেছেন ‘গহীন বালুচর’। এর প্রধান দুই পাত্র-পাত্রী এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। মঙ্গলবার বিকালে নিশ্চিত করেছেন সৌদ।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দুই সপ্তাহের মধ্যেই ছবির সব চরিত্র চূড়ান্ত করতে পারবো। এখন চলছে শেষ পর্বের বাছাই। জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে সুবর্ণা মুস্তাফা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা, সাজু খাদেমসহ আরও অনেকেই। তবে প্রধান দুই চরিত্রের জন্য আমি নতুন মুখ খুঁজছি।’
সৌদ আরও জানান, সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটির প্রথম অংশের শুটিং করবেন। আর শেষ অংশের কাজ করবেন মধ্য ডিসেম্বর থেকে শেষ জানুয়ারি পর্যন্ত।
কারণ হিসেবে তিনি বলেন, ‘‘ছবিটির ক্যানভাস চর এলাকায় ও শীতকালে। তাই আসছে শীতের মধ্যেই পুরো শুটিং শেষ করতে হবে। সেভাবেই এগুচ্ছি এখন।’

কেমন হবে সৌদের প্রথম ছবি? নাগরিক নাকি গ্রামীণ। বাণিজ্যিক না বিকল্প ধারার!

সৌদ বলেন, ‘জানি এই প্রশ্নগুলো এখন নিয়মিত আসবে। আমি আসলে একটা ভালোবাসার ছবি বানাতে চাই। গ্রামীণ পটভূমির প্রেম। গান করছি পাঁচটা। একটি গানের সঙ্গে নাচের ব্যবস্থাও রাখছি। আসলে আগাম বলার মানুষ নই আমি। তবে এটুকু বলতে চাই, আমি সিনেমা বানাচ্ছি ‘আম-বাংলার’ জন্য। যে ছবিটি মুক্তির পর টিকিট কেটে মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’’

বদরুল আনাম সৌদের কাছে শেষ জিজ্ঞাসা ছিল এমন- প্রথম ছবি নির্মাণ করতে যাচ্ছেন, কেমন লাগছে? এক কথায় জবাব, ‘আমি নার্ভাস!’

‘গহীন বালুচরে’র পাণ্ডুলিপি শেষ করে গেল সপ্তাহে ছবিটির নাম নিবন্ধন করিয়েছেন বিএফডিসিতে। সৌদ নিজেও পেয়েছেন পরিচালক সমিতির সহযোগী সদস্যপদ।
জানা গেল, সরকারি অনুদানের এ ছবিটি ২০১৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা পরিচালকের।

/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি