X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৪:০৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪:০৭

প্রকাশ হলো এস আই সুমনের নতুন গান ‘বোকা মানুষ’। গানটির কথা, সুর এবং কম্পোজিশন করেছেন শিল্পী নিজেই। এছাড়া গানটির অ্যানিমেশন ভিডিও এবং সম্পাদনার কাজও এস আই সুমন নিজে করেছেন।

‘বোকা মানুষ’ গানটি এখন এস আই সুমনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপলব্ধ। শিল্পীর মতে, ‘গানটিতে নিঃসঙ্গতা ও আত্মমূল্যায়ন এক সংবেদনশীল চিত্র তুলে ধরা হয়েছে, যা শ্রোতাদের আবেগ ছুঁয়ে যাবে।’

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া থেকে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ‘বোকা মানুষ’ প্রকাশ করেন সুমন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির পৃষ্ঠপোষক মোহাম্মদ জামান ও হেলাল চৌধুরী।

বেশ কিছু বছর ধরে এস আই সুমন গান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। নানা কারণে একান্তে সরে দাঁড়ালেও, সেই ভেতরের শিল্পী কখনও হারিয়ে যায়নি। ২০১৯ সালের দিকে এস আই সুমন আবারও নতুন করে গান গাওয়া শুরু করেন। দীর্ঘ বিরতির পর সংগীতজগতে তার এই ফিরে আসা ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। যদিও তিনি সংগীতচর্চা চালিয়ে গেছেন, তবে গান গাওয়া থেকে বিরত ছিলেন।

এস আই সুমন ১৯৯১ সাল থেকে সংগীতের সঙ্গে যুক্ত। শুরু থেকেই তিনি মূলত ইংরেজি গান পরিবেশন করে আসছেন। সংগীতের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা তাকে সময়ের সঙ্গে আরও পরিণত করেছে। ছোটবেলা থেকে তিনি মূলত হেভিমেটাল ও রক সংগীতের দিকে ঝুঁকে পড়েন, যদিও তার পারিবারিক শিকড় ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সংগীতে গভীরভাবে প্রোথিত। সংগীতের প্রতি ভালোবাসা ও সৃজনশীলতা তাকে ভিন্নধর্মী এক সংগীতযাত্রায় নিয়ে যাচ্ছে।

সুমন জানান, শিগগিরই আরও দুটি নতুন গান প্রকাশ হবে তার।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা