X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
ঈদ অন্তর্জাল

তিন ধারার গান-ভিডিওতে তারা

বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮

মমতাজ, ইমরান ও কোনাল। অন্তর্জালে মজেছেন শিল্পীরা। এতে তাদের সঙ্গী দর্শক-শ্রোতারা! এবারের ঈদের পর্যবেক্ষণ এমনটা বললে খুব একটা বেসুরে লাগবে না। এই ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে বেশ কিছু গান, যা ভিডিও শেয়ারিংয়ের সাইটে বেশ আলোড়ন তুলেছে। এছাড়াও প্রকাশিত অ্যালবাম থেকে শিল্পীরা দু’একটি গান ভিডিও আকারে প্রকাশ করেছেন। ঈদ উপলক্ষে প্রকাশিত ভিডিও নিয়ে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আজ থাকতে মমতাজ, ইমরান ও কোনালের তিন ধারার তিনটি মিউজিক ভিডিও নিয়ে প্রথম পর্ব-

মমতাজের ‘লোকাল বাস’

মমতাজের গাওয়া এবারের ঈদে সবচেয়ে আলোচিত গানের ভিডিও এটি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন প্রীতম হাসান ও র‌্যাপার সাফায়েত। গানটির কথা লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন লুৎফর আর সংগীতে আছেন প্রীতম। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে গানের শিল্পীরা ছাড়া টয়া ও সৌমিক মডেল হয়েছেন।

 ইমরানের ‘সবাই চলে যাবে’

ঈদের অন্যতম প্রশংসিত এ গানটির কণ্ঠশিল্পী ইমরান ও বলিউডের পলক মুচ্ছাল। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান নিজে। প্রেক্ষাগৃহের নির্মাণে ভিডিওটি প্রকাশ করেছে সাউন্ডটেক। এটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন সায়রা জাহান।

কোনালের ‘মন’

এটা কোনালের মন। তার নতুন অ্যালবামের জন্য তৈরি এ গানটির ভিডিও নির্মাণ করেছেন। আবদার রহমানের কথায় সুর-সংগীত করেছেন ফুয়াদ। ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। এতে কোনালের সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক আমান রেজা।

/এম/এমএম/

সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি