X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জানেন কি- পড়শীর শখগুলো

মাহমুদুল ইসলাম
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২

পিয়ানো বাজাচ্ছেন আপন মনে। পড়শী গান গাওয়ার বাইরেও বেশ কিছু কাজে পারঙ্গম। এরমধ্যে অন্যতম হলো, নাচ আর ছবি আঁকা।

শাস্ত্রীয় নাচের মধ্যে একসময় ভরতনট্যম শিখেছেন। আর আঁকাআঁকিতেও বেশ পটু। স্কেচ ও তেল রঙে আঁকতে ভালোবাসেন।
পড়শী জানালেন, এগুলো তার শখ থেকেই করা।
এবার তার শখ পুরনে নতুন নাম যোগ হলো- পিয়ানো। এই বাদ্যযন্ত্রটি ইদানিং শিখছেন মন দিয়ে।
আর শিক্ষক হিসেবে তাকে শেখাচ্ছেন দেশের প্রশংসিত পিয়ানোবাদক রোমেল আলী।
পড়শী বললেন, ‌‌‘আমি সব সময়ই পিয়ানো শিখতে চেয়েছি। ইচ্ছে একজন সত্যিকারের পিয়ানো বাদক হবো। রোমেল ভাই আমার সে ইচ্ছে পুরন করছেন। খ্যাতিমান এ পিয়ানো শিল্পীর ছাত্রী হতে পেরে খুবই ভালো লাগছে।’
আদরের কুকুর ‘স্নো হোয়াইট’, আরাম করে ঘুমাচ্ছে পড়শীর বালিশের উপর! শেখার বাইরে আরও দুটি শখ আছে এ শিল্পীর। একটি হলো পশু-পাখি পোষা। তার বাসার ছাদে আছে ছোট একটা চিড়িয়াখানা। সেখানের অধিবাসীদের মধ্যে আছে বানর, কুকুর, লাভবার্ড, ঘুঘু, কবুতরসহ বেশ কয়েক ধরনের পশু-পাখি। সময় করে এগুলোর খোঁজও নেন এ তারকা।
অন্য শখটি হলো, পর্যটক হিসেবে দেশ ও দেশের বাইরের ঘুরে বেড়ানো। তবে তার প্রথম আগ্রহ দেশ। সেই সূত্রে গেল এপ্রিলে মায়ের সঙ্গে ঘুরে এসেছেন বান্দরবান থেকে। বললেন, ‘প্রকৃতি ও প্রান্তিক মানুষদের কাছাকাছি থাকতে আমার সবসময়ই ভালো লাগে। তাই ছুটি পেলেই মাকে নিয়ে ছুটে যাই দূরে কোথাও।’

বান্দরবানে দুই আদিবাসীর সঙ্গে। পড়শী তার সব শখের কথাই বললেন। সম্ভবত ভুল করে একটা বিষয় বলতে ভুলেই গেছেন। কারণ, শখটি পূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। জানেন নিশ্চই, শুধু শখের টানেই তিনি গায়িকা-নায়িকা হিসেবে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘মেন্টাল’ নামের এ ছবিতে তার বিপরীতে দেখা মিলেছে দেশসেরা নায়ক শাকিব খানকে। 
শাকিব খানের ‘মেন্টাল’ ছবিতে নায়িকা-গায়িকা পড়শী। /এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!