X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর জন্মোৎসব

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ০০:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ০০:০৬

১৮ বছরে চ্যানেল আই। ১৭ বছর পেরিয়ে আজ ১ অক্টোবর চ্যানেল আই পা রাখলো ১৮ বছরে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার হবে ‘১৮ বছরে চ্যানেল আই আঠারোয় জয়ধ্বনি’ শিরোনামের উৎসব। এটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।

উৎসবের উন্মুক্ত মঞ্চে দিনব্যাপি পরিবেশন করা হবে গান, নৃত্য, নৃত্যনাট্য এবং আবৃত্তি। থাকবে খ্যাতিমানদের পাশাপাশি নবীনদের পরিবেশনায় গান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে জন্মদিনের বিভিন্ন কর্মসূচি।
সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের ১৮ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা। এতে অংশ নিবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ পরিচালনা পর্ষদবৃন্দ।
জন্মদিন প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘পৃথিবীর ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষী মানুষ যুক্ত হয়েছেন চ্যানেল আইয়ের লালসবুজ রঙে। যুক্ত হয়েছেন হৃদয়ে বাংলাদেশ চেতনায়। এটাই আমাদের বড় অর্জন।’
‘বাক্স’ নাটকে হিমি ও অন্তু করিম। এদিকে জন্মদিন উপলক্ষে আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই পর্দায় প্রচার হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘বাক্স’। পরিচালনা করেছেন মোহাম্মদ ইব্রাহিম। এতে অভিনয় করেছেন অন্তু করিম, জে. এইচ. হিমি, ঝুনা চৌধুরী, মনিরা মিঠু, মিন্টু সরদার, ডাঃ আজাদ, সাইফুল ইসলাম বুলবুল, স্বপন, মান্নান ভুইয়া প্রমুখ।
এদিকে চ্যানেল আইয়ের আঠারো বছরে পদার্পণ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে চ্যানেল আইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...