X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জনের মুখোমুখি রেসলার শিয়ামুস!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৪:২২আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৩

জন ও শিয়ামুস ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের হেভিওয়েট চ্যাম্পিয়ন শিয়ামুসের সঙ্গে মঞ্চে মুখোমুখি হলেন বলিউড তারকা জন আব্রাহাম।
শেষ পর্যন্ত নিজের চ্যাম্পিয়ন বেল্টটি জন আব্রাহামের হাতেই তুলে দিলেন হেভিওয়েট শিয়ামুস! আর পুরো ঘটনাটি উত্তেজনা নিয়ে উপভোগ করলেন দর্শকরা।
উপরের বর্ণনাটি পড়ে পাঠকদের মনে কৌতুহল জাগতেই পারে যে জন আব্রাহাম আবার অভিনয় ছেড়ে রেসলিং-এ যোগ দিলেন কবে! আদতে তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণের জন্য মুখোমুখি হননি। দুজনের মধ্যে শত্রু শত্রু ভাবও ছিল না। বরং ছিল রসিকতার ছোঁয়া। আর এর সবই করা হয়েছে আসন্ন ‘ফোর্স টু’ ছবির প্রচারণার জন্য।
রেসলিং তারকা স্টিফেন ফারেলি মূলত শিয়ামুস নামেই পরিচিত। অ্যাকশন থ্রিলার ‘ফোর্স টু’-এর প্রচারণার অংশ হিসেবে প্রথমে মঞ্চে উঠে আসেন শিয়ামুস। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন জন আব্রাহাম। পেশীবহুল জনকেও ১৯৩ সে.মি. উচ্চতার রেসলারের সামনে অপেক্ষাকৃত ছোটই দেখাচ্ছিল। তবে তাদের বন্ধুসুলভ ঠাট্টা সব ব্যবধান ঘুচিয়ে দিল।
যে ভক্তরা জন আব্রাহামের পেশি দেখে অভ্যস্ত তাদেরকে চমকে দিয়ে শিয়ামুসই  নিজের শার্ট খুললেন। গর্জন করে করে নিজের পেশি দেখালেন তিনি। শিয়ামুসকে ‘চমৎকার ও অমায়িক’ মানুষ হিসেবে উল্লেখ করেন জন। এক পর্যায়ে মঞ্চে নিজের চ্যাম্পিয়ন বেল্ট খুলে জনের হাতে দেন শিয়ামুস। 

আগামী ১৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ফোর্স টু’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন, সোনাক্ষী সিনহা ও তাহির রাজ ভাসিন। মুখোমুখি শিয়ামুস ও জন

সূত্র: ডেককান ক্রনিকল

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড