X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গ্ল্যামার নয় আবেগটাই মুখ্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১২:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:১০

ক্যাটরিনা কাইফ চলচ্চিত্রে আবেগ প্রদর্শনের দিক থেকে পশ্চিমা সংস্কৃতির চেয়ে ভারতীয় চলচ্চিত্র জগতকে আলাদা বলে মনে করেন বলিউডের ক্যাটরিনা কাইফ। তার মতে, পশ্চিমা সংস্কৃতির কোনও কোনও ক্ষেত্রে পুরুষদের আবেগ প্রদর্শনে সীমাবদ্ধতা থাকলেও ভারতের পরিচালকরা এড়িয়ে যান না।

১৮-তম এমএএমআই মুম্বাই চলচ্চিত্র উৎসবে প্যানেল আলোচনায় যোগ দিয়ে ক্যাটরিনা এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারতের পরিচালকরা আবেগ প্রকাশের ক্ষেত্রে খোলাখুলি। চলচ্চিত্রে আবেগ প্রদর্শন থেকে তারা বিরত থাকেন না। পশ্চিমা সভ্যতার কোথাও কোথাও পুরুষদের আবেগ প্রদর্শনে সীমাবদ্ধতা রয়েছে।’

ক্যাটরিনা আরও জানান, চলচ্চিত্র জগতে আসার আগে নাচ-গানের প্রতি তার আগ্রহ ছিল না। তিনি বলেন, ‘জীবনের শুরুর দিকে গানের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, নাচের ক্ষেত্রেও আগ্রহবোধ করতাম না। কিন্তু চলচ্চিত্র আমাকে টানতো। এ কল্পনার জগতে আসতে বরাবরই আগ্রহী ছিলাম। আমি সবসময় রোমাঞ্চ, প্রেম এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখতাম। পরে আমি নাচের প্রতিও আগ্রহী হলাম এবং ফারাহ খানকে ভয় পেতাম।’

‘এক থা টাইগার’-ছবির এ অভিনয়শিল্পী মনে করেন, মানুষের গ্ল্যামার তার ভেতর থেকে আসে। তার দাবি, গ্ল্যামার নয়, চরিত্রের আবেগটাকেই বড় করে দেখেন তিনি। চরিত্রের গ্ল্যামার আছে কি নেই তা তার কাছে বড় কিছু নয়।

সূত্র: এনডিটিভি

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি