X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বৈশাখীতে আসছে ৩ দীর্ঘ ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৩:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

চাপাবাজ নাটক নতুন তিনটি ধারাবাহিক নাটক নিয়ে আসছে বৈশাখী টেলিভিশন। নাটক তিনটি হচ্ছে- কমেডি ৪২০, চাপাবাজ এবং লেডি গোয়েন্দা।
টিপু আলমের মূল ভাবনায় ‘কমেডি ৪২০’ নাটকটি লিখেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন ফরিদুল হাসান। ‘চাপাবাজ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
লেডি গোয়েন্দা নাটকটি লিখেছেন ফজলুল করিম ও মমর রুবেল, ডিএ তায়েবের পরিচালনায় নাকটির পর্ব পরিচালক হিসেবে আছেন চন্দন চৌধুরী ও জিএম সৈকত।
নাটক তিনটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান (চাপাবাজ), আমিরুল হক চৌধুরী (কমেডি ৪২০) ও সাঈদ বাবু (লেডি গোয়েন্দা)।
এদিকে, এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি মিলনায়তনে চ্যানেলটির পক্ষ থেকে এক প্রীতি সন্ধ্যার আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের উপ-প্রধান অভিনেতা জাহিদ হোসেন শোভনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের উর্ধ্বতন কর্মকর্তা, নাটকটির কলাকুশলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। নাটক- কমেডি ৪২০


এসময় চ্যানেলটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, ‘বৈশাখী টেলিভিশন সবসময়ই দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানমালা সাজানোর চেষ্টা করে। আমাদের নাটক, অনুষ্ঠানমালা সবকিছুতেই তার ছাপ পাওয়া যায়। নাটকগুলোতেও তা দেখা যাবে।’
অভিনেতা ও ‘চাপাবাজ’ নাটকের মূল চরিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, ‘‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি তবে ‘চাপাবাজ’ নাটকের চরিত্রটি আসলেই অন্যরকম। দর্শকদের চরিত্রটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’’ নাটক- লেডি গোয়েন্দা
টেলিভিশন সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে নাটক তিনটি দেখা যাবে। অনুষ্ঠানে অতিথিরা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি