X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’য় শ্রাবণ্য

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:১১


ভিডিওতে শ্রাবণ্য ও আজাদ তৌহিদা শ্রাবণ্য। টিভি পর্দার প্রিয় মুখ। মূলত ক্রিকেটকেন্দ্রিক উপস্থাপক হলেও নাটক-বিজ্ঞাপনেও রয়েছে তার ঝলমলে চলন। অথচ দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওর এই জামানায় বেমালুম অনুপস্থিত তিনি!

নতুন খবর হলো শ্রাবণ্য আজ  বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে দর্শকদের সামনে হাজির হলেন তার নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। দেশের অন্যতম কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া এই গানটির শিরোনাম ‘তুমিহীনা’। শ্রাবণ্য জানালেন, গানটি তার খুব প্রিয় এবং এর সঙ্গে জড়িত দু’জন সংগীতশিল্পী তার বেশ পছন্দের। একজন কুমার বিশ্বজিৎ অন্যজন জয় শাহরিয়ার। সে কারণেই কাজটি আনন্দ নিয়ে করেছেন তিনি।
গানটির সুর-সংগীতায়োজন করেছেন  জয় শাহরিয়ার। বাংলাদেশের অন্যমত মোবাইল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘এ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড’-এর প্রযোজনায় এই ভিডিওতে শ্রাবণ্যর বিপরীতে আছেন মডেল আজাদ। দেখা মিলেছে কুমার বিশ্বজিতকেও।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটি এমনিতেই অনেক সুন্দর। তবে ভিডিওটি দেখার পর মনে হলো ষোলকলা পূর্ণ হলো। আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটি। একটি ভালো গানের প্রমোশন এরকমই হওয়া উচিত।’
‘তুমিহীনা’ গানটির ইউটিউব লিংক:

আজব কারখানার ব্যানারে সম্প্রতি বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গাজীপুরের জিন্দা পার্কে ভিডিওটির ব্যয়বহুল চিত্রায়ন হয়। যেখানে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও দৃষ্টিনন্দন লোকেশনের চমক। গল্প নির্ভর এই ভিডিওটি আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রকাশ পেয়েছে গানবক্স মিউজিক অ্যাপ ও তাদের ইউটিউব চ্যানেলে।
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘শ্রাবণ্য-আজাদ ছাড়াও কুমার বিশ্বজিতের মতো একজন কিংবদন্তি শিল্পী এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। এমন একটি মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’
/এমএম/

সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’