X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১ মিনিটে ‘ঢাকা অ্যাটাক’! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৯:২১আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৯:৩৩

ঢাকা অ্যাটাকে মাহি ও শুভ সাধারণত একটা ছবিতে ছোট-বড় মিলিয়ে ২০টির বেশি চরিত্র থাকে না কিংবা রাখা হয় না। কিন্তু দীপঙ্কর দীপনের ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ আছে ২৩৮টি চরিত্র! প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহির সঙ্গে যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।
আছেন চিত্রনায়ক এবিএম সুমন, অভিনেতা শতাব্দী ওয়াদুুদ, অভিনেত্রী নওশাবা। গানেও তারকার সংযুক্তি। গেয়েছেন ভারতের অরিজিৎ সিংয়ের মতো শিল্পী। সঙ্গে রয়েছে দেশের পুরো পুলিশ বাহিনী। বেশ বড় আয়োজন ছবিকে ঘিরে।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর কাজ। আর চলতি মাসে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের কাজ। তা এতদিনে কেমন হলো ছবিটি? এ প্রশ্নের আংশিক উত্তর পাওয়া যাবে ১ মিনিট ২ সেকেন্ডে!

মঙ্গলবার বিকালে বিএফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবির প্রথম টিজার। এতে সামগ্রিক ছবিই তুলে ধরা হয়েছে বলে জানালেন এর পরিচালক দীপঙ্কর দীপন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এতদিন কেমন পরিশ্রম করলাম, তা দেখাতে এ টিজার প্রকাশ। পাশাপাশি দশর্করা কেমন সাড়া দিচ্ছেন তাও আমরা দেখতে চাই।’

টিজারে বেশ কয়েকটি পুলিশি অভিযান, হামলা ও রেসিং প্রতিযোগিতাসহ সাংবাদিক মাহি ও পুলিশ কর্মকর্তা শুভকে দেখা গেছে। পাশাপাশি ছিলেন পুলিশের অন্য কর্মকর্তা শতাব্দী ও সুমন।

‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনি লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।

টিজারটি দেখতে ক্লিক করুন এখানে:

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি