X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জয়ের গানে ‘অনুপমে’র ইমন!

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫

জয়ের সঙ্গে ইমন
‘তুমি যাকে ভালোবাস/ স্নানের ঘরে বাষ্পে ভাসো/ তার জীবনে ঝড়’ গানটি চলতি বছর কলকাতার পাশাপাশি এ বাংলাতেও বেশ সমাদৃত হয়েছে। কলকাতার ‘প্রাক্তন’ সিনেমায় অনুপম রায়ের কথা, সুর ও সংগীতে এতে যার কণ্ঠ শোনা গিয়েছিল- তিনি ইমন চক্রবর্তী।

গানটির জনপ্রিয়তায় তিনি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুপম রায়ের কাছে। ধন্যবাদও জানান তিনি। এ শিল্পী এবার গাইলেন জয় শাহরিয়ারের সুর ও সংগীতে। গানটির শিরোনাম ‘মন খারাপের আকাশ’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। বাংলাদেশে এটাই ইমনের প্রথম মৌলিক কাজ। 

জানা গেলে, গানটি সিঙ্গেল আকারে প্রকাশ পাবে ইংরেজি নতুন বছরে প্রথমদিন, ১ জানুয়ারি। এটি প্রকাশ করছে আজব রেকর্ডস।

জীবনের তৃতীয় এবং বাংলাদেশে প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমন। তিনি বলেন, ‘অসম্ভব ভালো লেগেছে গানটি গাইতে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘ইমনের কণ্ঠটা অন্যরকম। যা তার আগের গানগুলোতে বোঝা গেছে। আর আমি যেমন কাজ করি, তা থেকে একটু আলাদা হবে এটি। সব মিলিয়েই কাজটি বেশ ভালো হবে বলে মনে হচ্ছে।’
‘তুমি যাকে ভালোবাস’ গানটির ভিডিও :

/এস/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!