X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আটকে গেল মোদিকে নিয়ে নির্মিত ছবি!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচি নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র আটকে দিয়েছে দেশটির সেন্সর বোর্ড। ‘মোদি কা গাঁও’ নামের এই ছবিটি প্রযোজনা করেছেন সুরেশ ঝা। তুষার এ. গোয়েলের ছবিটি যৌথভাবে পরিচালনাও করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি জানান, সেন্সর বোর্ড কর্মকর্তারা আমাদের জানিয়েছেন ছবির তিনটি প্রধান বিষয় নিয়ে তাদের আপত্তি রয়েছে। ফলে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এটা মুক্তি দেওয়ার কোনও সুযোগ নেই। আমি চিন্তা করছি আদালতের দ্বারস্থ হব।

সেন্সর বোর্ড প্রযোজককে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে ছবিটি সম্পর্কে অনাপত্তির সনদপত্র ও সংগ্রহ করতে।  সেন্সর বোর্ডের আপত্তির একটি প্রধান কারণ হচ্ছে, ৫টি রাজ্যের নির্বাচনের প্রসঙ্গ ছবিতে রয়েছে।

সুরেশ জানান, এই অনাপত্তি সংগ্রহ করার বিষয়টি একেবারে নতুন। সেন্সর বোর্ড অনুমতি দেওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশন ছবিটি দেখে অনাপত্তি সনদ দেবে এটা আগে ঘটেনি।

সেন্সর বোর্ডের দাবি, এতে নরেন্দ্র মোদির বেশ কয়েকটি ভাষণ ও ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি লাগবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!