X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভাষা কিংবা ভালোবাসার বাইরে...(ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩

দোযখ- গানের একটি দৃশ্য ফেব্রুয়ারি, মূলত ভাষার মাস (২১ ফেব্রুয়ারি)। আবার এটি ভালোবাসারও (১৪ ফেব্রুয়ারি)।  তবে ভাষা নয়, এই মাসের প্রথম দিন থেকে ভালোবাসার গান প্রকাশেই ব্যস্ত সংগীত সংশ্লিষ্টরা।
সম্ভবত এমন নিয়মের বাইরে দাঁড়াতে চেয়েছেন বেলাল খান। ভাষা এবং ভালোবাসা বিষয়কে পাশকেটে বেছে নিলেন এমন একটি বিষয়- যেখানে উঠে এসেছে পাপ-পুণ্য কিংবা ইহকাল-পরকালের হিসাব-নিকাশ।
সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে ও ইমন চৌধুরীর সংগীতায়োজনে বিশেষ এই গানটির নাম ‘দোযখ’। বেলাল একাই গাননি, সঙ্গে নিয়েছেন সোয়েব ও পূজার কণ্ঠও। ৬ মিনিট ব্যাপ্তির গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন ১৮জন শিল্পী। তালিকায় আছেন শিমুল খান, মেঘলা, নাহিদ, সতেজ চৌধুরী, সিনি স্নিগ্ধা, সালভিন ইফতি প্রমুখ। একেবারে ভিন্ন আদলে নির্মিত ভিডিওর কাজটি করেছেন ফজলে রাব্বি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বেলাল খানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ভিডিওটি। যা দেখলে, দর্শক-শ্রোতারা নিজেকে নিয়ে খানিক ভাবনার ফুরসত পাবেন।

শুটিংয়ের ফাঁকে বেলাল, সোয়েব ও পূজা ‘দোযখ’ প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘গতানুগতিক গান থেকে একটু সরে এসেছি। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা ভালোই হলো। এটি প্রকাশের পর কথা-সুর ও ভিডিও কনসেপ্ট নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি। গানটি আমার একার নয়, সম্মিলিত প্রচেষ্টার ফসল। গানটির মাধ্যমে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছি। সেটি হলো, ভালো কাজের ফল সব সময়ই ভালো হয়, মন্দ কাজের নয়।’
লেজার ভিশন থেকে প্রকাশিত বেলাল খানের শেষ একক ‘আর একটিবার’-এ ছিলো ‘দোযখ’ গানটি।
গান-ভিডিওটি দেখা যাবে নিচের লিংকে:


/এমএম/

সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা