X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অন্তর্জালে এসেছে আসিফের ‘আগুন’

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ১৮:০১আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৮:০৫

অন্তর্জালে আসিফের ‘আগুন’ ২০০৩ সালে তানিয়া আহমেদের পরিচালনায় উড়োমেঘ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন আসিফ আকবর। ওটাই ছিলো তার প্রথম পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও।

এরপর তার অসংখ্য গানের ভিডিও প্রকাশিত হয়েছে। তবে সেগুলো ছিলো স্টুডিও ভার্সন কিংবা ছোট পরিসরে শুধু নিজের কিংবা মডেলেদের উপস্থিতিতে। ফলে প্রায় এক যুগ পর পুরনো রূপে নতুন করে ফিরেছেন আসিফ। গানটির নাম ‘আগুন’।

কাল, বৃহস্পতিবার রাত ৯টা ৯ মিনিটে অন্তর্জালে প্রকাশ পেয়েছে আসিফের সেই ‘আগুন’। সম্প্রতি যার চিত্রায়ন হয়েছে এফডিসিতে তৈরি চোখ ধাঁধানো সেটে।

লোকে বলে তুমি আগুন, ছাই বানাতে জুড়ি নাই/ ভয়ে ভয়ে হাত ধরেছি, আমি কিন্তু পুড়িনাই- এমন কথার গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর এবং সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসের।

আসিফ আকবর গান-ভিডিও সম্পর্কে বলেন, ‘প্রায় ১৩ বছর পর বড় আয়োজনের মিউজিক ভিডিও এসেছে আমার। অনেকটা আইটেম ঘরানার গান এটি। এতে আমার সঙ্গে বেশ কয়েকজন মডেলও আছেন। এই গান এবং ভিডিওতে আমার ভক্তরা নতুন আসিফকে উপভোগ করবেন। ভিডিওটি প্রকাশের পর প্রচুর সাড়া পাচ্ছি।’

গানটি প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’