X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘শিকলবাহা’র জন্য নতুন মুখের খোঁজ

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২২:১২

কামার আহমাদ সাইমন নতুন মুখের খোঁজে ফেইসবুকে প্রচারণা শুরু করেছেন কামার আহমাদ সাইমন। তার নির্মিতব্য ছবি ‘শিকলবাহা’র জন্যই এই উদ্যোগ। আজ (১৬ মার্চ) দুপুর থেকে সূচনা প্রযোজনার ফেইসবুক পাতার মাধ্যমে এই প্রচারণা শুরু হয়েছে।
হারিয়ে যাওয়া দুই বন্ধু আর একটা নদীর খোঁজে এক অনিশ্চিত যাত্রার গল্প ‘শিকলবাহা’। কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায়, সারা আফরীনের প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে শিগগিরই।
কামার জানান, কেন্দ্রীয় চরিত্রে তিরিশোর্ধ দুই তরুণ আর এক তরুণীর খোঁজ চলছে এখন। এর আগে এক সাক্ষাৎকারে কামার বলেছিলেন, ‘আমার ছবিটা একান্তই ব্যক্তিগত। ফার্মগেটে হাজারো মানুষের ভিড়ে একা একা সিএনজি খুঁজছে যে মেয়েটি, শিকলবাহা তারই গল্প! আত্মপরিচয়ের খোঁজে এই শহরে মাথা খুঁটছে যে ছেলেটা, এটা সেই ছেলেটারও গল্প।’
পরিচালক জানান, এছাড়াও পার্শ্ব-চরিত্রের জন্য ১২ থেকে ৯০ পর্যন্ত বয়সের ছোট-বড় মিলিয়ে প্রায় সাতচল্লিশজন নতুন মুখ খোঁজা হচ্ছে ‘শিকলবাহা’র জন্যে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের (২০১৬) মর্যাদাপূর্ণ অনুদান পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ জিতেছিল কামারের এই চিত্রনাট্য।
জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত এই চিত্রনাট্যের জন্যই কান চলচ্চিত্র উৎসবের (২০১৪) লালগালিচায় উদীয়মান নির্মাতাদের আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দু মুন্দে’ আমন্ত্রিত ১০ জন তরুণের মধ্যে নির্বাচিত হয়েছিলেন কামার। তখন ছবিটার নাম ছিলো ‘শঙ্খধ্বনি’ (Silence of the Seashell)।
বাংলাদেশ ছাড়া জার্মানি, ফ্রান্স ও ভারতের  কয়েকজন সিনেমা-প্রফেশনালরা কাজ করবেন ‘শিকলবাহা’য়। আগ্রহীদের অডিশনের জন্য এই মাসের ২৬ মার্চের মধ্যে সূচনা প্রযোজনার ফেইসবুক পাতার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আবার শুরু...
আবার শুরু...
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে