X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবসে আসিফের শ্রদ্ধা

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৩:১০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৩:১৬

আসিফ আকবর। ছবি- আসিফ আলম
আজ ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। মহান একাত্তরে এদিনের ঘটে যাওয়া নৃশংস গণহত্যার জন্য সম্প্রতি সরকার এ দিবসটি ঘোষণা করেছে।
এদিকে আজকে দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জন্মদিন। ১৯৭২ সালের এদিনটিতে তিনি জন্মগ্রহণ করেন। প্রতি বছর তার ভক্তরা বিশেষভাবে এ দিনটি পালন করে আসছেন। তবে এবার ভক্তদের জন্য ভিন্ন এক বার্তা দিলেন এই গায়ক। জানালেন, গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে আর যেন নিজের জন্মদিন উদযাপন না করেন তারা।

তিনি বলেন, ‘‘২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। আমার জন্ম হয়েছে ১৯৭২ সালের ২৫ মার্চ। গত চুয়াল্লিশ বছর সুখ-দুঃখ আনন্দ-বেদনার মধ্যে নানাভাবে আমার জন্মদিন পালিত হয়েছে। দেশ-বিদেশে আমার পাগল ফ্যানরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। আমি কখনোই নিজ উদ্যেগে জন্মদিন পালন করিনি। আমার ফ্যানদের কাছে বিনীত অনুরোধ রইলো- গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে শুধু এবারই নয়, আর কখনোই আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন।’
ফেসবুকে লেখা এ বার্তায় তিনি আরও বলেন, ‘এতে দেশপ্রেমের একটা উদাহরণ তৈরি হবে, আসুন আমরা গণহত্যা দিবসের তাৎপর্য বুঝি।’
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি