X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দুই আসিফের প্রথম গান

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৪:০০আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:২৪

আসিফ ইকবাল, অটামনাল মুন এবং আসিফ আকবর আসিফ ইকবাল। দেশের অন্যতম গীতিকবি। আসিফ আকবর। অডিও গানের যুবরাজ বলেই পরিচিত তিনি।

একজনের ক্যারিয়ার প্রায় তিন দশকের অন্যজনের দুই। অথচ কী আশ্চর্য- এতদিনে একসঙ্গে দু’জনের গান করা হয়নি একটিও!
সেই ভাবনা কিংবা অভাব থেকেই এবারই প্রথম আসিফ ইকবালের কথায় গাইলেন আসিফ আকবর। দু’জনার মাঝে থেকে গানটির সুর-সংগীতে মেলবন্ধন ঘটিয়েছেন আরেক প্রতিভাবান সংগীতশিল্পী অটামনাল মুন।
গানটির শিরোনাম– ‘সাদা আর লাল’।

সাদা আর লাল- শিরোনাম নিয়ে দুই আসিফের এই মেলবন্ধন প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, ‘আমরা দু’জনেই একে অপরকে বেশ পছন্দ করছি শুরু থেকেই। কথাটি বলে রাখার কারণ, অনেকেই হয়তো ভাবছেন এতদিন আমাদের মধ্যে বিবাদ ছিল! তাই গান করিনি। তেমন কিছুই না। আসলে আমরা একে অপরের জন্য গান করার মতো সময়-সুযোগ তৈরি করতে পারিনি। এবার হলো, করে ফেললাম। এবং দু’জনেই গানটি নিয়ে খুব খুশি। কারণ, দারুণ কিছু হয়েছে।’  

এদিকে গানটির সুর-সংগীতকার মুন বলেন, ‘‘এটা এমন একটি গান হয়েছে, যাকে আপনি ঈদ-পূজা থেকে শুরু করে পৃথিবীর প্রায় সকল উৎসবের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। যেমন কিছুদিন আগে আসিফ ভাইয়ের গাওয়া ‘আগুন’ নামের একটা সুন্দর গানের ভিডিও বেরিয়েছে। যেটার ভিডিওতে উৎসবের আমেজ আছে তবে গানটি নিখাদ প্রেমের। আর আমাদের গানটি হচ্ছে উৎসবের কথায় সাজানো শতভাগ রঙিন একটি গান। যার পারফেক্ট ভিডিও করার পর সত্যিই দারুণ কিছু দাঁড়াবে বলে স্বপ্ন দেখছি।’’
মুন জানান, আসিফ ইকবালের কথায় এর আগে অনেক গান করলেও আসিফ আকবরের সঙ্গে এটাই তার প্রথম কাজ। এদিকে গানটির গীতিকার-প্রযোজক ইকবাল জানান, ‘সাদা আর লাল’ প্রকাশ পাচ্ছে এই বৈশাখ উৎসবে গানচিল মিউজিকের ব্যানারে। প্রস্তুতি চলছে ভিডিও নির্মাণেরও।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি