X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞাপন প্রত্যাহারে ক্ষেপেছেন ম্যাডোনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ০০:০৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০০:০৩

কেন্ডাল জেনার ও ম্যাডোনা বিতর্কিত একটি বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ার পর কোমল পানীয় প্রতিষ্ঠান পেপসি’র ওপর ক্ষেপেছেন সংগীত তারকা ম্যাডোনা।

মার্কিন অভিনেত্রী কেন্ডাল জেনারকে দিয়ে নির্মিত পেপসির বিজ্ঞাপনটি সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে। এটি প্রচারের পর অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় বুধবার সেটি প্রত্যাহারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপনটির একটি দৃশ্যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন পথসমাবেশ দেখানো হয়েছে। টিভি অভেনেত্রী কেন্ডাল জেনারকে মুখ্য চরিত্রে রেখে তৈরি ওই বিজ্ঞাপনে দেখানো হয়- তিনি একটি গুরুত্বপূর্ণ ফটো শুটে অংশ নিতে যাচ্ছেন। এরপর সেটি না করে তিনি আমেরিকাবিরোধী সমাবেশে অংশ নেন। ঐ সমাবেশ বাধাদানকারী এক নিরাপত্তাকর্মীকে তিনি পেপসি পান করিয়ে বশে আনেন! তখন সবাই মিলে উল্লাস করতে থাকেন।

এমন গল্পের বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়ায় ক্ষেপেছেন ম্যাডোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পেপসির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কোকা-কোলা’র একটি বোতল হাতে নিয়ে ছবি প্রকাশ করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ১৯৯৯ সালের ছবি এবং তার বক্তব্যের মর্মার্থ উপলব্ধির জন্য কোকা-কোলার লাল বোতলটি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানাই।

এর আগে ১৯৮৯ সালেও ম্যাডোনা অভিনীত আরেকটি বিজ্ঞাপন প্রচারের পর তা প্রত্যাহার করেছিল পেপসি।

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি