X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

একদিনেই ১০০ কোটি!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ১৫:৪৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৮:০২

ছবির একটি দৃশ্যে প্রভাষ মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ‘বাহুবলী টু’। ভারতজুড়ে রেকর্ড পরিমাণ ৬ হাজার ৫০০ পর্দায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
আর মুক্তির প্রথমদিনেই ছবিটির আয় শত কোটি রুপির মাইলফল ছুঁয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমদিনেই শত কোটি আয়ের কাছাকাছি যেতে পারেনি কোনও চলচ্চিত্র।
এসএস রাজমৌলির ‘‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায় শুক্রবার। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে মুক্তির প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও গড়ে ফেলেছে ‘বাহুবলী টু'।
২০ কোটি ৪২ লাখ রুপি নিয়ে মুক্তির প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিল শাহরুখের ‘রইস’-এর। অবশ্য ‘রইস’ শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও আরব আমিরাতে মুক্তি পেয়েছিল।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা লিখেছেন, ‌প্রথমদিনেই বাহুবলির বক্স অফিসে রেকর্ড। ভারতেই আয় করেছে ১০০ কোটির বেশি। যা ভারতের রেকর্ড।
তারান আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই ছবিটি অনেক পেছনে ফেলেছে সালমান খানের ‘সুলতান’ ও আমির খানের ‘দঙ্গল’-কে।
হলিউড রিপোর্টার এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৫০টি এলাকা থেকে ‘বাহুবলী’ ৭২ লাখ ডলার আয় করতে পারে। ছবিটি যদি ৭০ লাখ ডলার আয় করতে পারে তাহলে ভারতীয় ছবির নতুন রেকর্ড।
চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাথি জানিয়েছেন, মুক্তির তিনদিনেই ছবিটি ২০০ কোটি আয় করলে অবাক হওয়ার কিছু নেই।
ভারতের বাইরে ছবিটি আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন। উত্তর আমেরিকাতেই ছবিটি মুক্তি পেয়েছে ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে।
পরিবেশ গ্রেট ইন্ডিয়া ফিল্মসের প্রত্যাশা ছবিটি দেড় কোটি ডলার আয় করতে পারে। কারণ মুক্তির আগেই ছবিটি আয় করেছে ৩০ লাখ ডলার। আর প্রতি ঘণ্টায় আয় হচ্ছে আরও প্রায় ১ লাখ ডলার করে।
২০১৫ সালে নির্মিত ‌‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ছবিতে অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি