X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিচারক বন্যা মিতালী বিশ্বজিৎ ও সামিনা

বিনোদন রিপোর্ট
১১ মে ২০১৭, ০০:০৪আপডেট : ১১ মে ২০১৭, ১৪:৪৩

বন্যা, মিতালী, বিশ্বজিৎ ও সামিনা
শুরু হচ্ছে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর ষষ্ঠ আসর। এতে প্রধান বিচারক হিসেবে থাকছেন কলকাতার সংগীতশিল্পীও। হ্যাঁ, কলকাতার মিতালী মুখার্জী থাকছেন।
বাংলাদেশ থেকে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নুর।
বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
গত সপ্তাহে মিতালী ঢাকায় এসেছেন। তখনই বিষয়টি চূড়ান্ত হয়। মিতালী মুখার্জী বলেন, ‘নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এই আসতে পেরে আমি খুবই খুশি। থাকছি চ্যানেল আইয়ের সঙ্গে।
সেরাকণ্ঠ পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। তিনি জানান, এবারের সেরাকণ্ঠের পুরোটাজুড়েই থাকবে বিশেষ চমক। ১৫ মে থেকে সেরাকণ্ঠের বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই হবে।
এ জন্য নিবন্ধন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রতিযোগির নাম লিখে একটি স্পেস দিয়ে ৬৯৬৯ নম্বরে পাঠিতে হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো