X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ

ওয়ালিউল মুক্তা
১১ মে ২০১৭, ১৪:৩৩আপডেট : ১১ মে ২০১৭, ২০:৫২

মহড়া কক্ষে বঙ্গবন্ধুর চরিত্রে শুভ  তখন বাংলাদেশ সময় একেবারে ভোর। মুঠোফোনের ওপ্রান্তে চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় ভেসে ওঠা স্থানটি- অস্ট্রেলিয়া। আর ফোনের কারণ- বেশ চমকপ্রদ একটি খবর! নতুন কাজ করতে যাচ্ছেন এ নায়ক। চরিত্রের কারণেই শুভর কণ্ঠভরা উচ্ছ্বাস।  উচ্ছ্বাসে ভাসবেনই না বা কেন! চরিত্রটি যে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের!

তবে চলচ্চিত্রে নয়, মঞ্চে। হ্যাঁ, মঞ্চেও প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা।
শুভ বললেন, ‌‘সত্যি বলতে, এ প্রস্তাব আমার জন্য পুরস্কারের মতো। যে মানুষটি আমাদের দেশের জন্মের রূপকার, পিতা; আমি তার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। আর আমি তো চলচ্চিত্রের মানুষ। এটি হচ্ছে মঞ্চে অভিনয়। আমাদের দেশের অনেক খ্যাতিমান অভিনেতা আছেন, তাদের পাশ কাটিয়ে এমন একটি কাজে আমাকে ডাকা হয়েছে; যা সত্যিই সম্মানের।’

এ মঞ্চনাটকের ‍নাম ‘আই অ্যাম দ্যাই ফাদার’। শুধু বঙ্গবন্ধু নন, এ নাটকে থাকছেন বিশ্বের আরও তিনি মহান নেতা। তারা হলেন- কিউবার ফ্রিদেল কাস্তো, ভারতের মহাত্মা গান্ধী ও আমেরিকার আব্রাহাম লিংকন। চার নেতার কথোপকথনের ভেতরে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুলে ধরা হবে।

শুভ বললেন, ‘বিষয়টি আমাকে অনেক আগে জানানো হয়। কিন্তু এমন একটি মহান নেতার চরিত্র তাই বেশ কিছু অনুমতির বিষয় এতে যুক্ত। বাংলাদেশ সরাকারের অনুমোদনের বিষয়টিও ছিল। সব কিছু ঠিক করার পর এটির ঘোষণা এখন দেওয়া হচ্ছে। আর চরিত্রটির জন্য এখন আমি নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছি।’

‘আই অ্যাম দ্যাই ফাদার’ আয়োজনটি হবে বঙ্গবন্ধু কাউনসিল অস্ট্রেলিয়ার উদ্যোগে। তাদের ২৫ বছরপূর্তিতে আগামী ১৩ মে সিডনির এএনজেড স্টেডিয়ামে এটি হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি