X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

১৫ জনে হলো মেলা!

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৩ মে ২০১৭, ১২:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ১২:৪৬

১৪টি দেশের ১৫ নির্মাতার ফটোশুট পালে দো ফেস্টিভাল ভবন থেকে বেরিয়ে বাঁয়ে গেলে ভিলেজ ইন্টারন্যাশনাল। নিরাপত্তার আনুষ্ঠানিকতা সেরে এর ভেতরে কিছুক্ষণ সোজা হেঁটে গেলে ২২৭ নম্বর প্যাভিলিয়ন। এখানেই দিনভর আলোচনায় করে কাটছে কান উৎসবের ৭০তম আসরের সিনেফন্ডেশন বিভাগের ‘লাতেলিয়ার’ কার্যক্রমে নির্বাচিত ১৫টি চিত্রনাট্যের নির্মাতাদের।

তাদের মধ্যে আছেন বাংলাদেশি একমাত্র নির্মাতা কামার আহমাদ সাইমন। রবিবার (২১ মে) আড্ডা দেওয়ার সময় জানিয়েছিলেন পরদিন তাদের দলীয় ফটোসেশন হবে।
সোমবার গ্রাঁ পালেতে সমবেত হন বিভিন্ন দেশের নির্বাচিত সম্ভাবনাময় ১৫ জন নির্মাতা। তাদের মাঝে ছিলেন সিনেফন্ডেশন বিভাগের অন্যতম তিন প্রোগ্রামার। সবার সম্মিলিত উপস্থিতিতে স্থানটি পরিণত হয় মেলায়।
লাতেলিয়ারের ১৩তম আসরে নির্বাচিত কামার আহমাদ সাইমনের চিত্রনাট্যটির নাম ‘ডে আফটার টুমরো’। উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে এ ছবিকে বলা হয়েছে সমালোচনামূলক-বাস্তববাদী বাংলাদেশের একটি চিত্র। এ ছবি নিয়ে আলোচনার জন্য কামার আহমাদ সাইমনের সঙ্গী হিসেবে কানে আছেন প্রযোজক সারা আফরীন।
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ১৫টি চিত্রনাট্য নির্বাচিত হয়েছে লাতেলিয়ারে। এর মধ্যে ভিয়েতনামের আছে দুটি। অন্যগুলো হলো চীন, যুক্তরাজ্য, ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, রোমানিয়া, সিঙ্গাপুর, ডমিনিকান রিপাবলিক এবং মঙ্গোলিয়ার।
সাইমনের ‘ডে আফটার টুমরো’র প্রচ্ছদ কান উৎসবের অংশ হিসেবে ২০০৫ সালে শুরু হয় এল’অ্যাটেলিয়ার কার্যক্রম। গুরুত্বপূর্ণ সিনেমার চিত্রনাট্যের জন্য নবীন থেকে সুপরিচিত আন্তর্জাতিক নির্মাতাদের ২০০৫ সাল থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই কর্মসূচিতে। এখন পর্যন্ত এতে যুক্ত করা হয়েছে ১৮৬টি চিত্রনাট্য। এর মধ্যে ১৪৫টির কাজ সম্পন্ন। বাকিগুলোর মধ্যে এখন ১৪টি প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে।
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী