X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১ মিনিট নীরবতা এবং করতালি

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৩ মে ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৩ মে ২০১৭, ২১:২৬

প্রেস রুমের ব্যালকনিতে বসা বিভিন্ন দেশের সাংবাদিকদের হাতে হাতে সংবাদ বিজ্ঞপ্তি দিচ্ছেন আয়োজকদের একজন প্রতিনিধি। মঙ্গলবার (২৩ মে) এখানে বসে কাজ করার সময় হাতে এলো কাগজটা। তাতে লেখা, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জঙ্গি হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে বিকাল ৩টায়।

নীরবতার একটি অংশ নির্দিষ্ট সময়ের তিন মিনিট আগে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে দলবল নিয়ে হাজির হলেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। এ সময় তিনি বলেন, ‘ম্যানচেস্টার শহরে গতকাল (সোমবার) রাতে যে হামলা হয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ ও বিষণ্ন। এটি সংস্কৃতি, তারুণ্য ও আনন্দ এবং আমাদের স্বাধীনতা, মহত্ব ও সহনশীলতার ওপর আরেকটি আঘাত। এই উৎসব এবং এতে অংশগ্রহণকারী শিল্পী, পেশাদার চলচ্চিত্র ব্যক্তিত্ব ও দর্শকরা শান্তির জয়গান করেন। তাই আমরা সবাইকে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ব্রিটিশ জনগণের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানাচ্ছি।’
এরপর পালে দো ফেস্টিভাল ভবনের সামনে উপস্থিত সবাই বিকাল ৩টায় ১ মিনিট নীরবতা পালন করেন। প্রেস রুমের ভেতরে ও ব্যালকনিতে থাকা সব সাংবাদিক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাতে একাত্ম হন। আনুষ্ঠানিকতা শেষে ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ ১ মিনিট ধরে করতালি দিয়ে উৎসব আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন।
ম্যানচেস্টার হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশের সময় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মূল ফটকে আরও ছিলেন কানের মেয়র ডেভিড লিসনার্ড, উৎসবের সভাপতি পিয়েরে লেসকিউ, ফরাসি অভিনেত্রী ইজাবেল উপাহ ও উৎসবের কর্মীরা।
সোমবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো হামলায় নিহত হয়েছেন ২২ জন। আহত হন অর্ধশতাধিকের বেশি মানুষ। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে সারাবিশ্ব এবং কান উৎসব।
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...