X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতি হয়ে বঙ্গভবনে

বিনোদন ডেস্ক
২৭ মে ২০১৭, ১৯:১০আপডেট : ২৮ মে ২০১৭, ১৫:০০

বঙ্গবন্ধুর প্রতিকৃতি হয়ে বঙ্গভবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি এরই মধ্যে শপথ নিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন। তারই অংশ হিসেবে শনিবার (২৭ মে) সমিতির নেতারা কাটিয়েছেন বেশ গুরুত্মপূর্ণ সময়।

এদিন বিকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমিতির নেতারা। পালন করেন নীরবতাও।
এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ ও নাদের খান, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, আলীরাজ, নানা শাহ, পপি, সাইমন সাদিক, জেসমিন ও নাসরিন।
সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসময় আরও উপস্থিত ছিলেন ফারুক, কবরী, আনোয়ারা, মুক্তিসহ অনেকেই।
প্রসঙ্গক্রমে সমিতির নেতারা গণমাধ্যমকে বলেন, ‌‌‘বঙ্গবন্ধুর সাহসী পদক্ষেপের কারণে চলচ্চিত্রাঙ্গনে এভাবে সুন্দরভাবে কাজ করতে পারছি আমরা। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে আমরা সচেষ্ট থাকবো।’
এদিকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো শেষে বিকাল ৫টার দিকে নির্বাচিত কমিটির সদস্যরা চলে যান বঙ্গভবনে। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও চলচ্চিত্রের উন্নেয়নের বিষয়ে আলোচনা করেন তারা। জানান সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি হয়ে বঙ্গভবনে /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি