X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অতঃপর আতিক হাসানের অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০১৭, ২০:০৩আপডেট : ০২ জুন ২০১৭, ২০:১১

আতিক হাসান কণ্ঠশিল্পী আতিক হাসান অনেক দিন ধরেই রয়েছেন আলোচনার বাইরে। মঞ্চে-টিভিতে মোটমুটি সরব থাকলেও গেল পাঁচ বছর ধরে নতুন অ্যালবাম প্রকাশ পাচ্ছে না তার। তবে অপেক্ষার পালা ফুরালো। ঈদেই প্রকাশ পাচ্ছে তার নতুন অ্যালবাম। তিন গানের এই ইপি অ্যালবামের নাম ‘কন্যা’।
এরই মধ্যে অ্যালবামের ৩টি গানেরই রেকর্ডিং হয়েছে। গানগুলো লিখেছেন লিমন আহমেদ, জিয়াউদ্দিন আলম ও নোমান শিবলু। সব ক’টির সুর করেছেন জিয়াউদ্দিন আলম আর সংগীতায়োজন করেছেন সজীব দাস, এম এ রহমান ও ইয়াসিন হোসাইন নিরু। গান তিনটির শিরোনাম এমন- তুমি আসলে না, কন্যা ও মনের ছবি।
আতিক হাসান বলেন, ‘আসলে এতদিন অ্যালবাম করার পরিবেশ পাইনি। তাই চুপ ছিলাম। আমি কিছুটা আলাদাভাবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হতে চাচ্ছি। এবার সেটি হবে আশা করছি।’
ঈদে জিপি মিউজিক অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল ফরমেটে গানগুলো শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে জিসান মালিটিমিয়ার ব্যানারে।
উল্লেখ্য, ২০০২ সালে আতিক হাসানের প্রথম অডিও অ্যালবাম ‘মাধবী কী ছিল গো ভুল’ প্রকাশ পায়। প্রথম অ্যালবাম দিয়েই রাতারাতি তারকা বনে যান তিনি। পাল্লা দেন তখনকার তুমুল জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের সঙ্গে। এরপর তার ১৪টি একক অ্যালবাম ও দেড় শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়। এছাড়া প্লেব্যাকেও কণ্ঠ দেন নিয়মিত।
বাংলাদেশের ‘কিশোর কুমার’খ্যাত এই গায়কের সর্বেশেষ অ্যালবাম ‘এক পৃথিবী দুঃখ’ প্রকাশ পায় ২০১২ সালে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!