X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আট তারকার ‘খেলারাম খেলে যা’!

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৪:০৪আপডেট : ১৪ জুন ২০১৭, ১৪:০৬

অনুষ্ঠানের ফাঁকে উপস্থাপক-অতিথিদের সেলফি সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের বিখ্যাত ‘খেলারাম খেলে যা’ উপন্যাসের কথা অনেকেই জানেন। এবার এই নামটির সঙ্গে নিজেদের জড়ালেন চলতি সময়ের ৮ জন তারকা।

মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে একটি সেলিব্রিটি গেম শো। লেখক অথবা উপন্যাসটির সঙ্গে এই অনুষ্ঠানের কোনও সম্পর্ক না থাকলেও যার নাম রাখা হয়েছে ‘খেলারাম খেলে যা’।

আর এ আয়োজনে অংশ নিয়েছেন টিভি, চলচ্চিত্র এবং সংগীত জগতের এ প্রজন্মের আট জনপ্রিয় শিল্পী। তারা হলেন- কণা, মেহজাবীন, উর্মিলা, কর্ণিয়া, ইমরান, সাইমন, শিপন ও রোশান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আমব্রিন।

বিএফডিসিতে সম্প্রতি এ অনুষ্ঠানের ধারণ কাজ শেষ হয়। তারকারা পর্দার বাইরে কতটা বুদ্ধিদীপ্ত ও কতটা চৌকস খেলোয়াড় তা বের করাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষে বিজয়ীর

হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর এ পুরস্কারটি কে পেয়েছেন, জানতে হলে চোখ রাখতে

হবে মাছরাঙা টেলিভিশনে।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘খেলারাম খেলে যা’ প্রচারিত হবে ঈদের ৫ম দিন, রাত ১০টা ৩০ মিনিটে।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো