X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাশরাফির নাচে মাতোয়ারা অন্তর্জাল

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ১৪:৫৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:২৭

ভিডিওতে নাচের দৃশ্যে মাশরাফি, বুশরাসহ অন্যরা টেলিপর্দা মাশরাফির জন্য নস্যি। সেখানে মাঝে মধ্যেই মুখ দেখান খবরে, টক শোতে। সঙ্গে মাঠের খেলার সরাসরি সম্প্রচার তো রয়েছেই। এর বাইরে বহু গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। কিন্তু তা খেলার ফুটেজের মাধ্যমে!

তবে ঈদের আগে একটু চমকই পেল এদেশের সংগীতপ্রেমী মানুষেরা। নতুন একটি গানে দস্তুর মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই কিংবদন্তিতুল্য কাপ্তান। শুধু মডেলিংই নয়, খানিক হেলেদুলে নিজেকে মিলিয়েছেন গানের তালে তালেও। সোজা ভাষায় তিনি মডেল হিসেবে নেচে-গেয়ে মাত করেছেন এতে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাংলাদেশ ক্রিকেটের সফলতম এ অধিনায়ককে এমনভাবে দেখা যাচ্ছে একটি দেশের গানে।
মূলত ২২ জুন (গতকাল) ‌‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামের গানের ভিডিওটি অন্তর্জালে প্রকাশিত হয়। এরপরই তড়িৎ বেগে এটি ছড়িয়ে পড়েছে।  এতে মূল কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন বুশরা শাহরিয়ার, সহশিল্পী হিসেবে আছেন শাওন গানওয়ালা।
ভিডিওটি পরিচালনা করেছেন নোমান রবিন।
ভিডিওতে বুশরা ও মাশরাফি একজন বিদেশিকে ঘুরে ঘুরে দেশ দেখানোই ভিডিওটির উপজীব্য। এতে মডেল হিসেবে বুশরা, মাশরাফি ছাড়াও অভিনয়ে প্রশংসিত হয়েছেন দেজান নামের ভিনদেশিও।
গানটির গীতিকার, সুরকার, শিল্পী ও অন্যতম মডেল বুশরা শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশটা আসলে খুব সুন্দর। যা আমরা অনেকেই জানি না। আবার প্রচারণার অভাবে এর সৌন্দর্য বিশ্বের কাছে অজানা থেকে যাচ্ছে। তাই গানের মাধ্যমে এটি তুলে ধরতে চেয়েছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েক ঘণ্টায় তুমুল সাড়া ফেলা মিউজিক ভিডিওটি ২২ জুন বিকাল চারটায় প্রথম আনুষ্ঠানিক উন্মোচন হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর বুশরা শাহরিয়ার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি আপলোড করেন।

গানটি রাখা আছে নিচের লিংকে:


/এম/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…