X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উচ্ছ্বসিত রুনা খান

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১৬:৩০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৪:২০

নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন রুনা খান। ঈদের ছুটি কাটিয়ে সম্প্রতি নতুন একটি ধারাবাহিকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। শাফিউদ্দিন শাফির পরিচালনায় এর নাম ‘সাত ঘর এক উঠান’। অন্যদিকে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে তার অভিনীত অন্যতম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ ছবিটি। আর এসব নিয়ে এই অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রুনা খান ভিন্ন ধাঁচের গল্প নিয়ে নির্মাণাধীন ‘সাত ঘর এক উঠান’ নাটক প্রসঙ্গে রুনা খান বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে নতুন করে কাজ শুরু করেছি। এ নাটকটির গল্প অসাধারণ। এখন তো ভালো গল্প পাওয়া খুব কঠিন। সে জায়গা থেকে নির্মাতা যখন নাটকটি নিয়ে কথা বলেছিলেন বেশ ভালোলাগা কাজ করে। কিছু নতুনত্বের ব্যাপার রয়েছে। যা একজন অভিনয়শিল্পী হিসেবে সবসময় খুঁজে বেড়াই। আশা করছি দর্শকের ভালো লাগবে গল্পটি।’
নতুন এ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান রুনা খান। ‘সাত ঘর এক উঠান’-এর পাশাপাশি আরও ছয়টি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সং-সার’, সোহেল আরমানের ‘জলরঙ’, আবু হায়াৎ মাহমুদের ‘বৃষ্টিদের বাড়ি’, রায়হান খানের ‘প্রেসিডেন্ট সিরাজুদ্দৌলা’, অনিমেষ আইচের ‘বুবুনের সাত সতের’ এবং বিইউ শুভর ‘লাইফ ইন অ্যা মেট্রো’।
এসব ধারাবাহিকের মধ্যে কয়েকটি বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে বলেও জানান রুনা খান। নাটকের পাশাপাশি এ মুহূর্তে চলচ্চিত্রের কাজও করছেন তিনি।
এদিকে সম্প্রতি রুনা খান অভিনীত বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির সেন্সর পাওয়াতে বেশ ভালো লাগছে। সব ঠিক থাকলে শিগগিরই মুক্তির মিছিলে যাবে। আমার ক্যারিয়ারের অন্যতম কয়েকটি চলচ্চিত্রের মধ্যে এটি। সুবর্ণা মুস্তাফা আপা ও বদরুল আনাম সৌদ ভাই দুজনই আমার খুব প্রিয় মানুষ। তাদের সঙ্গে এর আগে কখনও চলচ্চিত্রে কাজ করিনি। এবারই প্রথম। তাই এ ছবিটি নিয়ে অন্যরকম এক উচ্ছ্বাস কাজ করছে। আশা করছি মুক্তির পর সবাই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’
রুনা খান এদিকে ‘গহীন বালুচর’ ছাড়াও তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি এর ডাবিংয়ের কাজ শেষ করেছেন বলেও জানান তিনি।
/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!