X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্কুল জীবনের বন্ধুর খোঁজে... (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১২:১০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৪:১৫

 

গল্পটি স্কুল জীবনের সেরা বন্ধুটিকে হারিয়ে ফেলার। আর এই দুই বন্ধু হলেন মিডিয়ার তরুণ জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং তাসনুভা তিশা। একটা সময় যারা স্কুল ড্রেস গায়ে চেপে ছুটে বেড়িয়েছেন দস্যি মেয়ের মতো। কিন্তু বাস্তবতা তাদের সেই বন্ধুত্বে দেয়াল তুলে দেয়। বহুবছর দেখা হয় না দুজনার।
ভিডিওতে স্কুল জীবনের প্রেম... অতঃপর একটি কনসার্টের সূত্র ধরে একে অপরকে খুঁজে পান। আর সেই কনাসার্টটি ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের।

এবারের বন্ধু দিবস (৬ আগস্ট) উপলক্ষে এমনই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি বিশেষ গান ও ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ৪ আগস্ট সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ভিডিওটি অবমুক্ত করা হয়। ‘চিরকুট ফিচারিং কোনাল- বন্ধু’ শিরোনামের এই গানটির স্মৃতিকাতর গল্পে মডেল হয়েছেন অর্চিতা স্পর্শিয়া, তাসনুভা তিশা এবং সাব্বির অর্ণব।
গানটির কথা-সুর করেছেন শারমীন সুলতানা সুমী আর সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। এবং গল্পটনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত।
ভিডিওতে কণ্ঠশিল্পী কোনাল ভিডিটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি সত্যি সত্যি স্কুল জীবনে ফিরে গিয়েছি এই কাজটি করতে গিয়ে। খুব আবেগতাড়িত ছিলাম। আসলে এমন গান আর গল্প আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে থ্যাংকস এমন একটি বিশেষ গান-ভিডিও করার জন্য।’
এদিকে গানটির কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘আমি ব্যক্তিগত জীবনে অসম্ভব বন্ধুকেন্দ্রিক একজন মানুষ। আমরা প্রায় সব বন্ধুরা মিলেই এই কাজটি করেছি। আমি বিশ্বাস করি, গানটির মাধ্যমে প্রতিটি মানুষ তার ফেলে আসা স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যাবেন এবং হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করবেন।’
‘বন্ধু’ গানটির ভিডিও থাকলো নিম্নে:

এমএম

সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’