X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট নিয়ে বাবা-মেয়ের গান

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার
১৩ অক্টোবর ২০১৭, ১৪:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৪

গানের দুই শিল্পী (মাঝে) ও ‘শ্রাবণ’ ব্যান্ডের সদস্যরা শতাব্দীর নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গারা। মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। তাদের অপরাধ তারা রোহিঙ্গা মায়ের সন্তান। কিন্তু তারা কোন দেশের নাগরিক কিংবা কী তাদের ধর্ম, সেটা বড় কথা নয়, রোহিঙ্গাদের আসল পরিচয়, তারাও মানুষ।

নাফ নদীর তীরে বিপন্ন মানবতার আর্তনাদ ছুঁয়ে গেছে গীতিকার-শিল্পী আব্দুল্লাহ আল মামুনের হৃদয়।

আশির দশকের কালজয়ী গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ অথবা ‘মুখরিত জীবনে চলার বাঁকে’ গানের এই রচয়িতা নিজের কথা ও সুরে গেয়েছেন বিবেক জাগানিয়া গান ‘হৃদয়ের কাছে’।  একই গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মামুনের বড় কন্যা মুনিরা।
রোহিঙ্গা সংকট নিয়ে মানুষের বিবেক ও মানবতাকে জাগ্রত করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানিয়েছেন শিল্পী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘পৃথিবীর যেখানেই মানবিক বিপর্যয় ঘটুক না কেন, পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করাই বিবেকবান মানুষের কাজ। তাই আমরা  যে যেখানে আছি, সেখানে দাঁড়িয়েই বিপন্ন মানবতাকে রক্ষা করতে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।’

মামুন জানিয়েছেন, কাতারে বসেই পুরো গানটি তৈরি হয়েছে। গানের সংগীতায়োজন করেছে সেখানকার বাংলাদেশি ব্যান্ড ‘শ্রাবণ’। ইতোমধ্যে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।
মামুনের দৃঢ় বিশ্বাস গানটি মানবতার দুর্দিনে এগিয়ে আসতে মানুষকে উদ্বুদ্ধ করবে।

/টিএন/এমএম/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র