X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নাঈম-শবনমের প্রথম স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৬:১৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৮:১৪

 

ফারিয়া ও নাঈম নাঈম ও শবনম। হেসে-খেলে দারুণ সুখে তারা সংসারজীবন কাটিয়েছেন গেল একটা বছর। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। স্বাভাবিক, দিনটিকে সেলিব্রেট করতে চায় দু’জনেই। কোনও সিদ্ধান্তে না পৌঁছেই দু’জনে বেরিয়ে পড়েন ঘুরতে। মুখোমুখি কিছুক্ষণ বসার জন্য বেছে নেন একটি নিরিবিলি স্থান।

একান্ত কিছুটা সময় পার করার পর নাঈম দুষ্টুমির ছলেই স্ত্রী শবনমকে বিয়েবার্ষিকী উদযাপন করার জন্য একটি অভিনব খেলার আমন্ত্রণ জানান। নাঈমের ভাষায়, যে খেলার মাধ্যমে একে অপরকে আরও বেশি করে জানার সুযোগ হবে। নিজেদের সম্পর্কটা আরও স্বচ্ছ ও দৃঢ় হবে। শবনম প্রথমে এমন অদ্ভুত খেলায় আগ্রহ না দেখালেও স্বামীর আগ্রহে সায় দেন। শুরু হয় দু’জনার প্রশ্ন-উত্তর খেলা।
এক পর্যায়ে নাঈম প্রশ্ন করেন শবনমের পুরনো প্রেমের কথা। সরল মনে উত্তর দেন শবনম। স্বামীকে বলেন, তার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে সে সত্যিকারের ভালোবাসতো এবং সেই প্রথম পুরুষ যে তাকে ছুঁয়েছিল!
মূলত এখান থেকেই ঘুরে যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ স্বীকারোক্তি’র গল্পের প্রথম বাঁক। এগুতে থাকে দুটি মানুষের সাজানো সংসারের নানা টানাপড়েন।
এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও শবনম ফারিয়া। আরও আছেন অন্তরা আজীম। জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন রিয়াদ তালুকদার।
গল্পটি প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘গল্পটি খুব চেনা। যা বেশিরভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। যদিও এই চেনা গল্পগুলো নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ করা হয় না। কারণ বিষয়টি বেশ সেনসেটিভ। এর চিত্রনাট্য, নির্মাণ ও গল্প-আমার বেশ লেগেছে।’ ফারিয়া-নাঈম। ছবি সংগৃহীত

উল্লেখ্য, এর আগে এফএস নাঈম ও শবনম ফারিয়া বেশ কিছু নাটকে অভিনয় করলেও এটাই দু’জনার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা শিগগিরই মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

/এমআই/এম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’