X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘নিত্যপুরাণ’-এ নতুন ‌‘একলব্য’র পরিচয়

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০০:০৭

প্রয়াত দিলীপ চক্রবর্তীপ্রায় ১২ বছর পর আজ (১০ নভেম্বর) আবার মঞ্চে উঠছে দেশ নাটকের অন্যতম প্রযোজনা ‘নিত্যপুরাণ’। ১৬ বছরের পুরনো এই জনপ্রিয় নাটকটি এবার নতুন আবহে মঞ্চায়িত হচ্ছে বলে জানান নির্দেশক নাট্যজন মাসুম রেজা।
তিনি আরও জানান, আজই আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে নাটকটির প্রধান চরিত্র নতুন একলব্য’কে। শুরু থেকে যে চরিত্রটিতে অভিনয় করছিলেন অকাল প্রয়াত দিলীপ চক্রবর্তী। মূলত তার অনুপস্থিতির কারণেই শেষের পাঁচ বছর নাটকটি মঞ্চে উঠেনি।
‘নিত্যপুরাণ’ এর রচয়িতা-নির্দেশক মাসুম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমত এই নাটকটি একটা সময় অনেক জনপ্রিয় ছিল। এমন অনেক দর্শক আছেন যারা ২০ থেকে ৩০ বারও আমাদের শো দেখেছেন। সেই মানুষগুলোই আমাকে তাগিদ দিয়ে আসছিলেন এত বছর। এরপর ২০১২ সালে দিলীপ যখন মারা গেল তখন আমি ও আমরা ভেবে নিয়েছি- এই নাটক আর মঞ্চে তোলা কখনও সম্ভব নয়। কারণ ওর মতো শক্তিমান অভিনেতা কিংবা একলব্য চরিত্রে অভিনয় করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যাইহোক এসব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দিলীপের শেষ মৃত্যুবার্ষিকীতে আমরা মনে শক্তি যোগাই। সিদ্ধান্ত নিই, তাকে স্মরণ করে হলেও নাটকটি ফের মঞ্চে আনা প্রয়োজন।’
মাসুম রেজার কাছে জিজ্ঞাসা ছিল তাহলে এবার দিলীপ চক্রবর্তীর একলব্য চরিত্রে অভিনয় করছেন কে? জবাবে তিনি বলেন, ‘আসলে এই নামটি আমি আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১০ নভেম্বর) শো শুরুর আগে সবার সামনে বলতে চাই। আমাদের নতুন দিলীপ চক্রবর্তীকে পরিচয় করিয়ে দিতে চাই।’
নিত্যপুরাণ-এর রিহার্সেলএদিকে নাটকটির অন্যতম মুখ বন্যা মির্জা। যিনি বরাবরের মতো এবারও অভিনয় করছেন ‘দ্রৌপদী’ চরিত্রে। তিনি বলেন, ‘নিত্যপুরাণের সঙ্গে আমার ও আমাদের অনেক স্মৃতি, যা ভোলার নয় কোনওদিন। দিলীপ দা চলে গেছেন আমাদের ছেড়ে। তাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগে। বিষাদময় মনে হয়েছে রিহার্সেলের দিনগুলো। তবুও জীবন চলে। নিত্যপুরাণ আবার আসে মঞ্চে।’
১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনি) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়িত হবে।
প্রসঙ্গত, টানা ৮৬টি প্রদর্শনীর পর ‘নিত্যপুরাণ’ এর মঞ্চায়ন স্থগিত করা হয়। ২০০১ সালের ১৪ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। ২০০৫ সালে ৮৬তম মঞ্চায়নের পরে আর মঞ্চস্থ হয়নি নাটকটি।
অন্যদিকে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান দিলীপ চক্রবর্তী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...