X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শ্যামলের বুদ্ধিতে বোকা বনলো ছিনতাইকারী!

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১৪:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৬:০৯

মনিরা মিঠু ও শ্যামল মাওলা অভিনেতা শ্যামল মাওলার উপস্থিত বুদ্ধিতে বোকা বনে গেল ছিনতাইকারীরা। অন্যদিকে বিস্মিত হলেন তারই সহযাত্রী অভিনেত্রী মনিরা মিঠু। তাদের অল্প কিছু খোয়া গেলেও বেশিরভাগ জিনিস বাঁচাতে সক্ষম হয়েছেন এ অভিনেতা।
ঘটনাটা গতকাল রাতের (১০ নভেম্বর)। বনানীস্থ আর্মি স্টেডিয়ামের লোকসংগীত উৎসব থেকে বাসায় ফিরছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। সঙ্গে ছিলেন আরেক অভিনেতা শ্যামল মাওলা। রিক্সা করেই রওনা দেন দুজনে। এরপরই ছিনতাইকারীর কবলে পড়েন তারা।
মনিরা মিঠুর ভাষ্য, ‘রিক্সা নিয়ে কাবাব ফ্যাক্টরির মোড় পার হলাম। হঠাৎ শ্যামল মাওলা আমার হাত থেকে মোবাইল নিয়ে রিক্সা থেকে ছিনতাইকারীর মতো রাস্তায় ঝাঁপ দিয়ে দৌঁড়! আমি হতবিহ্বল হয়ে পেছনে শ্যামলকে দেখছিলাম। হঠাৎ গলায় কী যেন ঠেকলো! ঘাড় নাড়াতেই দেখি আমার গলায় চাপাতি ধরে ৩জন ছিনতাইকারী দাঁড়িয়ে আছে। শ্যামল একটু দূরে দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে- ছিনতাইকারী বলে। ছিনতাইকারীরা শ্যামলের হাঁকডাকে ভয় পেয়ে আমার হাতের ব্যাগটা নিয়ে কেটে পড়ে।’
ছিনতাইয়ের আগে লোকসংগীত উৎসবে মনিরা-শ্যামল (বামে) এ অভিনেত্রী জানালেন ব্যাগে তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। ন্যাশনাল আইডি কার্ড, এটিএম কার্ড আর কিছু টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। কিন্তু শ্যামলের বুদ্ধিতে তার নিজের ও মনিরা মিঠুর দামি মোবাইল সেট রক্ষা পেয়েছে।
এদিকে শ্যামলের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি ভালো আছেন। তবে রিক্সা থেকে লাফ দিতে গিয়ে হাতে একটু চোট পেয়েছেন।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...