X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বসুন্দরী মানুষীর জন্য বালুর ভাস্কর্য

বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৬:২৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৮
 
মানুষী। ছবি- সংগৃহীত ১৭ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট এলো ভারতে। হরিয়ানা রাজ্যের মেয়ে মানুষী চিল্লার বয়ে এনেছেন এই গৌরব। এই অর্জনে গর্বিত গোটা ভারতবাসী। দেশটির প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েকও দারুণভাবে সম্মান জানালেন ২০ বছর বয়সী এই তরুণীকে।
 
মানুষীর জন্য ওড়িশার পুরি সমুদ্র সৈকতের বালিতে চমৎকার ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন। রবিবার (১৯ নভেম্বর) টুইটারে ওই শিল্পকর্মের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বসুন্দরীর মুকুট জেতার জন্য মানুষী চিল্লারকে অভিনন্দন। আপনি ভারতকে গর্বিত করেছেন। তাই আপনার জন্য আমার বালি শিল্প।’
 
তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনে এরকম শ্রদ্ধা জানান সুদর্শন পাটনায়েক। লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, এপিজে আবদুল কালাম, নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকারসহ অনেকের বালুর ভাস্কর্য তৈরি করেছেন তিনি।
 
দুই কুস্তিগীর গীতা ফোগাট ও ববিতা ফোগাটের পর হরিয়ানা রাজ্যের আরেক মেয়ে বিশ্বজয় করলো। এবার কুস্তি নয়, সৌন্দর্য আর মেধার সম্মিলনে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লারকে। বিশ্বমঞ্চে হরিয়ানার মেয়েরা মাতিয়ে দিচ্ছে। একেই বলে হরিয়ানার শক্তি, ভারতীয় শক্তি।’
 
গীতা-ববিতা ও তাদের বাবা মহাবীর সিং ফোগাটের জীবনের সত্যি ঘটনা নিয়ে সাজানো হয় বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’। এটাই এখন ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি। মানুষী বলিউডে পা রাখলে এমন বড়সড় সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে।  বালুর ভাস্কর্য
 
গত ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় নতুন বিশ্বসুন্দরী নির্বাচিত হন মানুষী চিল্লার। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড পুয়ের্তোরিকোর স্টেফানি দেল ভালে। ১১৭ জন সুন্দরীকে হটিয়ে এই খেতাব জিতেছেন মানুষী। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের জেসিয়া ইসলামও।
 
/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!